নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় তল্লাশি করছে পুলিশ। আজ শুক্রবার বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে মহিলা দলের দুজন সদস্য ও কয়েকজন বিএনপির কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার উদ্দেশে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজন বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেন। তাঁর নাম সরফরাজ (২৮)। অন্যরা হলেন আল আমিন ও নাজমুল। নাজমুলের দাবি, তিনি বিএনপির কর্মী নন, পথচারী ছিলেন। আর আল আমিন নিজেকে গাড়িচালক হিসেবে দাবি করেন।
যুবদলের কর্মী গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, গত বুধবার নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
নয়াপল্টনের পাশের এলাকায় এসে যারা বিএনপি পরিচয় দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আটক করছে পুলিশ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় তল্লাশি করছে পুলিশ। আজ শুক্রবার বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে মহিলা দলের দুজন সদস্য ও কয়েকজন বিএনপির কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার উদ্দেশে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজন বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেন। তাঁর নাম সরফরাজ (২৮)। অন্যরা হলেন আল আমিন ও নাজমুল। নাজমুলের দাবি, তিনি বিএনপির কর্মী নন, পথচারী ছিলেন। আর আল আমিন নিজেকে গাড়িচালক হিসেবে দাবি করেন।
যুবদলের কর্মী গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, গত বুধবার নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
নয়াপল্টনের পাশের এলাকায় এসে যারা বিএনপি পরিচয় দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আটক করছে পুলিশ।
সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যারা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
৭ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
২ ঘণ্টা আগেনতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১ দিন আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১ দিন আগে