মির্জা ফখরুলের ত্রাণ তহবিলের টাকা নেওয়ার তথ্যটি অসত্য: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২৩: ১৯
Thumbnail image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন শীর্ষ নেতার সিঙ্গাপুরে অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন দলের পক্ষ থেকে এ কথা বলা হলেও গুঞ্জন থেমে নেই। এই গুঞ্জনের মাঝেই আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ তহবিলের টাকা ও চিকিৎসা সংক্রান্ত ছবি ছড়িয়েছে। 

ছবিতে দেখা যায়, ৫০ লাখের চেক হাতে মির্জা ফখরুল। ছবির ক্যাপশনে লেখা, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে। বিষয়টিকে অসত্য বলে দাবি করেছে বিএনপি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ প্রসঙ্গে বলেন, ‘এটা নোংরামির চরম উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারে তাদের কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে চিন্তা-ভাবনা করা উচিত।’ 

চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট থেকে স্ত্রী ও মেয়েসহ সিঙ্গাপুরে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন বিএনপির আরও দুই নেতা স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাসও। 

বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী বলেন, মহাসচিবের সঙ্গে ছবির বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি এটাকে পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে বলেছেন, সম্মানহানি এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত