ভাইকে দেখতে হাসপাতালে কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮: ৪০
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৯: ২০

বুকে ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগের তুলনায় বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ বুধবার হাসপাতালে ভাইকে দেখতে আসেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। 

এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভাইকে দেখতে হাসপাতালে আসেন ওবায়দুল কাদেরের ছোট ভাই। এ সময় কাদের মির্জা বলেন, চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন তাঁর (ওবায়দুল কাদের) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক ওনার খোঁজখবর নিচ্ছেন। আমার সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। 

বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, ওবায়দুল কাদের মোটামুটি সুস্থ আছেন। আশা করি, তিন-চার দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন। 
 
একই দিন সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ থাকায় তিনি দেখতে পারেননি। 

এদিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় দশ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর চিকিৎসায় করণীয় ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসে বোর্ড। বৈঠক শেষে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ জানান, বর্তমানে তিনি ভালো আছেন। ডায়াবেটিসের মাত্রাও স্বাভাবিক রয়েছে। তারপরও শঙ্কা এড়াতে আরও দু-এক দিন হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। 

বিএসএমএমইউ উপাচার্য বলেন, আমরা ওনার পরীক্ষা-নিরীক্ষা করছি। গতকালের (মঙ্গলবার) তুলনায় তিনি অনেক ভালো আছেন। তাঁর ডায়াবেটিস ১২ থেকে এখন ৫-এ নেমেছে। ব্লাড প্রেশার (উচ্চ রক্তচাপ) ও অক্সিজেন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত