Ajker Patrika

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৫
নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টির আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টির (বিপিপি) আত্মপ্রকাশ ঘটেছে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণার মাধ্যমে নিজেদের আবির্ভাবের ঘোষণা দেয় দলটি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফা ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এই দল আত্মপ্রকাশ করেছে। 

তিনি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছে। এর মধ্যে আহ্বায়ক হয়েছেন মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বকুল হোসেন হৃদয়। 

কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন মো. বকুল হোসেন হৃদয়, শাহীন খান, স্যামুয়েল দাস, মো. ফরিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. ছাদিয়ার রহমান, মো. রেজাউল করিম, তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ এম মুনতাসীর, মো. আলাউদ্দিন, মো. রহমত আলী, এম এ জলিল, মো. জামাল উদ্দিন রিপন ও মো. মনিরুল ইসলাম। দলটির সদস্যসচিব মো. রবিউল আলম ও সদস্য খন্দকার ডেভিড লেলিন, মো. আনোয়ার হাসান খোকন ও মো. আল আমিন বিশ্বাস

বকুল হোসেন বলেন, ‘শ্রমিক-জনতা এক হও, বাংলার জনতা এক হও, গণতন্ত্রকামী জনতা এক হও’ এটিই আমাদের দলের মূলনীতি। 

আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি সর্বদাই জনগণের মতামত সবার সামনে উপস্থাপন করে জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য উপযুক্ত কর্মসূচি ঘোষণা করবে। 

চলমান পরিস্থিতিতে প্রতিনিধিমূলক রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ জনপ্রিয় পার্টির গুরুত্ব অপরিসীম হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ জনপ্রিয় পার্টির মাধ্যমেই জনগণ শাসনকাজে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনগণের ইচ্ছা ও অভিপ্রায় সরকারের কাছে তুলে ধরবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত