আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব: আইভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ৪২
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭: ৪৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) মেয়র নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। নির্বাচন আগামী রোববার। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সংবাদ সম্মেলনে আইভী বলেন, ‘আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব।’  

নির্বাচন উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়।’ 

নির্বাচনে সহিংসতার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তাঁর অনেক আগে থেকে যাতায়াত। খুব ভালো সম্পর্ক তাঁর সঙ্গে আমার। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’ 

আইভী বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, আমার ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে, যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’ 

আইভী সাংবাদিকদের বলেন, ‘এখানে আইভী ভার্সেস অনেক কিছু। সুতরাং অনেক কিছুই হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি।’

কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে। এখানে কোনো ঝামেলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’

আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি। এর বিভিন্ন কারণ রয়েছে।’

আইভী বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’ 

এই শহর নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে আইভী বলেন, ‘ইট-পাথরের এই শহরকে সবুজায়ন করার চেষ্টা করছি। আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা থাকবে।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত