নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন ব্যবসায়ী আদম তমিজি হক। ঢাকা উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে ব্যবসার টাকা মেরে দেওয়ার অভিযোগ করেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। সেখানে তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করবেন বলে জানান। একই সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। যদিও মন্ত্রী সেসব অস্বীকার করেছেন।
কার্যনির্বাহী সদস্যের এমন বিতর্কিত কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এমন পরিস্থিতি সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির বাসভবনে জরুরি বৈঠকে বসে সংগঠনটি। সেখানে পাসপোর্ট পোড়ানোর কারণে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে আদম তমিজি হককে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ফিরলে তাঁর সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানতে চাইলে ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) সিঙ্গাপুর গেছেন। উনি হয়তো কালকে (সোমবার) চলে আসতে পারেন। ওনার সঙ্গে আলোচনার করে তাঁর (আদম তমিজি হক) বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
শেখ বজলুর রহমান বলেন, ‘যেসব ঘটনা ঘটেছে তাতে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার দরকার নেই। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার প্রস্তুতি আমাদের রয়েছে। কারণ, বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো গর্হিত কাজ। দল সম্পর্কে কথা বললে হয়তো তাকে আমরা কারণ দর্শানো নোটিশের মাধ্যমে জবাব চাইতে পারতাম। তারপরও আমরা পার্টির সাধারণ সম্পাদকের কাছ থেকে পরামর্শ চাইব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে অনুষ্ঠিত উপনির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালে রাজনীতিতে সক্রিয় হন আদম তমিজি হক। এ সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এরপর আদম তমিজি হকের কর্মী-সমর্থকদের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সেখানে হক গ্রুপের খাবার সামগ্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করতে দেখা যেত।
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আদম তমিজি হক। সে সময় তাঁকে মনোনয়ন দেয়নি দলটি। এরপর ওই বছরের নভেম্বর মাসে ঘোষিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়। যদিও ঘোষিত কমিটি আরেকজনের নাম কেটে আদম তমিজি হকের নাম লেখা হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা করা হয়েছিল।
রাজনীতির পাশাপাশি মানবিক বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন আদম তমিজি হক। এদিকে গতকাল রাতে ফেসবুক পাতায় লাইভে এসে আদম তমিজি হক দাবি করেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ছিলাম। আওয়ামী লীগ আমার এক হাজার কোটি টাকা মাইরা দিয়া আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এ কারণে আমি এ দেশের নাগরিক থাকতে চাচ্ছি না। আমার ফ্যামিলির যদি কিছু হয়, আপনারা বুঝবেন কারা করছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন ব্যবসায়ী আদম তমিজি হক। ঢাকা উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে ব্যবসার টাকা মেরে দেওয়ার অভিযোগ করেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। সেখানে তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করবেন বলে জানান। একই সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। যদিও মন্ত্রী সেসব অস্বীকার করেছেন।
কার্যনির্বাহী সদস্যের এমন বিতর্কিত কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এমন পরিস্থিতি সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির বাসভবনে জরুরি বৈঠকে বসে সংগঠনটি। সেখানে পাসপোর্ট পোড়ানোর কারণে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে আদম তমিজি হককে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ফিরলে তাঁর সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানতে চাইলে ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) সিঙ্গাপুর গেছেন। উনি হয়তো কালকে (সোমবার) চলে আসতে পারেন। ওনার সঙ্গে আলোচনার করে তাঁর (আদম তমিজি হক) বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
শেখ বজলুর রহমান বলেন, ‘যেসব ঘটনা ঘটেছে তাতে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার দরকার নেই। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার প্রস্তুতি আমাদের রয়েছে। কারণ, বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো গর্হিত কাজ। দল সম্পর্কে কথা বললে হয়তো তাকে আমরা কারণ দর্শানো নোটিশের মাধ্যমে জবাব চাইতে পারতাম। তারপরও আমরা পার্টির সাধারণ সম্পাদকের কাছ থেকে পরামর্শ চাইব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে অনুষ্ঠিত উপনির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালে রাজনীতিতে সক্রিয় হন আদম তমিজি হক। এ সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এরপর আদম তমিজি হকের কর্মী-সমর্থকদের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সেখানে হক গ্রুপের খাবার সামগ্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করতে দেখা যেত।
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আদম তমিজি হক। সে সময় তাঁকে মনোনয়ন দেয়নি দলটি। এরপর ওই বছরের নভেম্বর মাসে ঘোষিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়। যদিও ঘোষিত কমিটি আরেকজনের নাম কেটে আদম তমিজি হকের নাম লেখা হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা করা হয়েছিল।
রাজনীতির পাশাপাশি মানবিক বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন আদম তমিজি হক। এদিকে গতকাল রাতে ফেসবুক পাতায় লাইভে এসে আদম তমিজি হক দাবি করেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ছিলাম। আওয়ামী লীগ আমার এক হাজার কোটি টাকা মাইরা দিয়া আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এ কারণে আমি এ দেশের নাগরিক থাকতে চাচ্ছি না। আমার ফ্যামিলির যদি কিছু হয়, আপনারা বুঝবেন কারা করছে।’
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
৫ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১১ ঘণ্টা আগে