নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। অবশিষ্টদের বিষয়ে এখনো পরিপূর্ণ তথ্য আসেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. শাহজাহান। আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে তিনি এ কথা জানান।
এদিকে বিএনএমের কিছু প্রার্থী স্বতন্ত্র থেকেও নির্বাচন করছেন বলেও জানান মো. শাহজাহান। তিনি বলেন, ‘আমাদের অনুমতি নিয়ে গোপনে বিএনএমের অনেকেই স্বতন্ত্র থেকে অংশ নিচ্ছেন নির্বাচনে। তাঁদের অনেকেই বিএনপি ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য।’
এর আগে বিকেলে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়েছেন আরও ৩৩ প্রার্থী। তাঁরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।
বিএনএম মহাসচিব বলেন, ‘সারা দেশে বিএনএমের ৪৭৮টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ৮২ জনকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পরে অনেকেরই এলাকায় যেতে দেরি হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। নির্বাচন কমিশনের (ইসি) ব্যাংকের যে সার্ভারে ট্রেজারি চালান দিতে হয়, সেটাতে তিন ঘণ্টায় ঢোকা যায়নি। কয়েকজন এই বিষয়ে রিট করবেন।’
ইসির ঘোষিত তফশিল অনুযায়ী ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই সময়ের মধ্যে বিএনএমের হয়ে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসির কাছ থেকে তালিকা পাইনি। আমরা ইসির কাছে আনুষ্ঠানিকভাবে তালিকা চাইব।’
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বিএনএমের মহাসচিব দাবি করেন, তাঁদের দলের প্রার্থীর সংখ্যা আসলে ১০২। ৮২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি ২০ জন হিডেন (লুকানো) প্রার্থী। এই ২০ জনের সবাই সাবেক সংসদ সদস্য বলে তিনি দাবি করেন।
এরপর বিএনএম কীভাবে সরকার গঠন করতে পারবে, সেটারও একটি হিসাব তুলে ধরেন দলের মহাসচিব শাহ্জাহান। তিনি বলেন, ‘বরাবরই বলেছি, সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করতে পারব। ৮২ জন প্রার্থী, এর সঙ্গে ২০ জন হিডেন। এই ১০২টি আসন পেলে কোয়ালিশন করলে আমরাই সরকার গঠন করব। সেটা না হলে প্রথমবারের মতো বিরোধী দলে যাব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। অবশিষ্টদের বিষয়ে এখনো পরিপূর্ণ তথ্য আসেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. শাহজাহান। আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে তিনি এ কথা জানান।
এদিকে বিএনএমের কিছু প্রার্থী স্বতন্ত্র থেকেও নির্বাচন করছেন বলেও জানান মো. শাহজাহান। তিনি বলেন, ‘আমাদের অনুমতি নিয়ে গোপনে বিএনএমের অনেকেই স্বতন্ত্র থেকে অংশ নিচ্ছেন নির্বাচনে। তাঁদের অনেকেই বিএনপি ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য।’
এর আগে বিকেলে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়েছেন আরও ৩৩ প্রার্থী। তাঁরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।
বিএনএম মহাসচিব বলেন, ‘সারা দেশে বিএনএমের ৪৭৮টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ৮২ জনকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পরে অনেকেরই এলাকায় যেতে দেরি হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। নির্বাচন কমিশনের (ইসি) ব্যাংকের যে সার্ভারে ট্রেজারি চালান দিতে হয়, সেটাতে তিন ঘণ্টায় ঢোকা যায়নি। কয়েকজন এই বিষয়ে রিট করবেন।’
ইসির ঘোষিত তফশিল অনুযায়ী ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই সময়ের মধ্যে বিএনএমের হয়ে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসির কাছ থেকে তালিকা পাইনি। আমরা ইসির কাছে আনুষ্ঠানিকভাবে তালিকা চাইব।’
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বিএনএমের মহাসচিব দাবি করেন, তাঁদের দলের প্রার্থীর সংখ্যা আসলে ১০২। ৮২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি ২০ জন হিডেন (লুকানো) প্রার্থী। এই ২০ জনের সবাই সাবেক সংসদ সদস্য বলে তিনি দাবি করেন।
এরপর বিএনএম কীভাবে সরকার গঠন করতে পারবে, সেটারও একটি হিসাব তুলে ধরেন দলের মহাসচিব শাহ্জাহান। তিনি বলেন, ‘বরাবরই বলেছি, সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করতে পারব। ৮২ জন প্রার্থী, এর সঙ্গে ২০ জন হিডেন। এই ১০২টি আসন পেলে কোয়ালিশন করলে আমরাই সরকার গঠন করব। সেটা না হলে প্রথমবারের মতো বিরোধী দলে যাব।’
সশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১ ঘণ্টা আগেসেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
২১ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
২১ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১ দিন আগে