ফেসবুকে ওলামা লীগের কমিটির তালিকা, আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০১: ১৪
আপডেট : ১৬ জুন ২০২৩, ০১: ৩৫

সম্প্রতি আওয়ামী লীগের স্বীকৃতি পাওয়া ওলামা লীগের কমিটি অনুমোদনের কাগজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে সভাপতি হিসেবে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা কেএম আব্দুল মমিন সিরাজীর নাম দেখা যাচ্ছে। আর সাধারণ সম্পাদক পদে আছেন মো. আমিনুল হক। আর কার্যকরী সভাপতির দায়িত্বে হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহীন। 

নতুন এ কমিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুমোদন দিয়েছেন বলে আজকের পত্রিকার কাছে দাবি করেছেন কেএম আব্দুল মমিন সিরাজী। 

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের সঙ্গে বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ওলামা লীগের কমিটি অনুমোদনের বিষয়টি তাঁর জানা নাই। 

গত ২০ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন তথা নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। সেখানে সভাপতি পদে ২০ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩১ জন আগ্রহ প্রকাশ করেন। পরে সমঝোতা করে একক প্রার্থী করার অনুরোধ করে আলোচনার জন্য সময় দেন আবদুস সোবহান গোলাপ। 

কিন্তু ঐকমত্যে পৌঁছাতে না পারায় ওলামা লীগের কমিটি সেদিন আর ঘোষণা করা হয়নি। পরে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের জানান, পদপ্রত্যাশীদের নাম দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। 

সম্মেলনের প্রায় ২৫ দিন অতিবাহিত হলেও এখনো ওলামা লীগের নতুন কমিটি দেয়নি আওয়ামী লীগ। এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ জুন) ওলামা লীগের কমিটির একটি তালিকা ফেসবুকে পাওয়া যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর থাকলেও অফিশিয়াল সিল নেই। 

বিষয়টি নিয়ে জানতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ফোনকল করা হলে তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত