নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সরকার তাঁকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'আমরা চাই আমাদের দেশনেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার সুযোগ করে দেন। এটা ন্যূনতম দাবি। এটা কোনো দয়া নয়, 'মহানুভবতা নয় কিংবা মানবিক ব্যাপার নয়। এটা নাগরিক হিসেবে অধিকার। আপনারা বলবেন, তিনি তো সাজাপ্রাপ্ত নাগরিক। সাজাপ্রাপ্ত নাগরিকও তো চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। এরা কাউকে সহ্য করতে পারে না। তাই দেশনেত্রীর নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে সাজা ভোগ করাচ্ছে। এরা ভিন্ন মত সহ্য করতে পারে না বলেই বেগম জিয়াকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করছে। তাঁর রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে, তাহলে তিনি বাঁচবেন না। তাঁর যে রোগ হয়েছে, 'লিভার সিরোসিস' এটা খুবই মারাত্মক। এই রোগের চিকিৎসা সেভাবে দেশে নেই। আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপ ছাড়া এই রোগ ভালো হয় না। দেশকে যিনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি লড়াই করেছেন তার মুক্তি ও চিকিৎসার জন্য আমরা লড়াই করছি।'
আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, `নির্বাচনী ব্যবস্থায় কী আছে? আপনারা দেখেন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কত মানুষের প্রাণ গেল, প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হলো।'
কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তিনি বলেন, `এই হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তারের পর তাঁদের 'বন্দুকযুদ্ধে' হত্যা করা হয়। কেন এই হত্যাকাণ্ড? কারণ এই হত্যার মূল হোতা কে, এটা যেন জানা না যায়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর যদি হত্যা করা হয়, তাহলে কি নিরাপত্তা থাকে, রাষ্ট্র থাকে?'
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, 'আপনারা (আওয়ামী লীগ) কার সঙ্গে লড়াই করবেন? ধানের শিষ, বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিকদের সঙ্গে? আপনারা তো হিজড়ার সঙ্গে হেরে যান। আর বিএনপির সঙ্গে কীভাবে লড়াই করবেন? এরা নাকি ভোটের রাজা। এরা হলো রাতের ভোটের রাজা।'
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ ফজলুল হক মিলন, মোশাররফ হোসেন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক নেতা বাশেদ মজুমদার, প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া মানববন্ধনে হাজার খানেক জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সরকার তাঁকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'আমরা চাই আমাদের দেশনেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার সুযোগ করে দেন। এটা ন্যূনতম দাবি। এটা কোনো দয়া নয়, 'মহানুভবতা নয় কিংবা মানবিক ব্যাপার নয়। এটা নাগরিক হিসেবে অধিকার। আপনারা বলবেন, তিনি তো সাজাপ্রাপ্ত নাগরিক। সাজাপ্রাপ্ত নাগরিকও তো চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। এরা কাউকে সহ্য করতে পারে না। তাই দেশনেত্রীর নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে সাজা ভোগ করাচ্ছে। এরা ভিন্ন মত সহ্য করতে পারে না বলেই বেগম জিয়াকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করছে। তাঁর রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে, তাহলে তিনি বাঁচবেন না। তাঁর যে রোগ হয়েছে, 'লিভার সিরোসিস' এটা খুবই মারাত্মক। এই রোগের চিকিৎসা সেভাবে দেশে নেই। আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপ ছাড়া এই রোগ ভালো হয় না। দেশকে যিনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি লড়াই করেছেন তার মুক্তি ও চিকিৎসার জন্য আমরা লড়াই করছি।'
আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, `নির্বাচনী ব্যবস্থায় কী আছে? আপনারা দেখেন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কত মানুষের প্রাণ গেল, প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হলো।'
কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তিনি বলেন, `এই হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তারের পর তাঁদের 'বন্দুকযুদ্ধে' হত্যা করা হয়। কেন এই হত্যাকাণ্ড? কারণ এই হত্যার মূল হোতা কে, এটা যেন জানা না যায়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর যদি হত্যা করা হয়, তাহলে কি নিরাপত্তা থাকে, রাষ্ট্র থাকে?'
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, 'আপনারা (আওয়ামী লীগ) কার সঙ্গে লড়াই করবেন? ধানের শিষ, বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিকদের সঙ্গে? আপনারা তো হিজড়ার সঙ্গে হেরে যান। আর বিএনপির সঙ্গে কীভাবে লড়াই করবেন? এরা নাকি ভোটের রাজা। এরা হলো রাতের ভোটের রাজা।'
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ ফজলুল হক মিলন, মোশাররফ হোসেন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক নেতা বাশেদ মজুমদার, প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া মানববন্ধনে হাজার খানেক জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
১ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এ আদেশ দেন
২ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা কর ফাঁকি ও ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের দায়ের করা চাঁদাবাজির পৃথক দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রেজাউল করিম ও ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনো তিন মাসও হয়নি। এই তিনটা মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না।’ বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডা. মিলন দিবসে ‘স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দ
২ ঘণ্টা আগে