নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি দলের লোকেরাই পরিকল্পিতভাবে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিরোধী দলগুলোর আন্দোলনে দিশেহারা হয়ে আন্দোলন দমন করতে সরকার পুরোনো কৌশলের শরণাপন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’
আজ রোববার বিকেলে পল্টনের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এ বাম নেতা।
সাইফুল হক বলেন, ‘এরই মধ্যে গণমাধ্যম থলের বিড়াল বের করে এনেছে। পুলিশের উপস্থিতিতে অত্যন্ত পরিকল্পিতভাবে যে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, তা সবিস্তারে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিরোধীদলীয় নেতা-কর্মীদের যেন মিথ্যা মামলায় গ্রেপ্তার করা যায়, সে জন্য অনেকটা রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’
চলমান গণ-আন্দোলন গণজাগরণে পরিণত হয়েছে উল্লেখ করে কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, ‘অচিরেই এই গণজাগরণ গণ-অভ্যুত্থানে রূপ নেবে। গণতন্ত্র মঞ্চ ঢাকায় পুরানা পল্টনে ৩১ জুলাই বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলা স্তরে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করব।’
বিরোধী দলগুলোর আন্দোলন দমনের জন্য সরকারই অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘গতবার বিরোধীদের ওপর একটা সন্ত্রাসের লেবেল আঁকতে এই কৌশল কিছুটা কাজ করেছিল। এবারও তারা একই পদ্ধতি অবলম্বন করছে এবং শত শত বাস পোড়ানোর প্রজেক্ট হাতে নিয়েছে। আন্দোলনের নামে একটা সন্ত্রাস হচ্ছে বলে তারা আবারও দমনের একটা অজুহাত সৃষ্টি করছে।’
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তিনটা ছেলে মোটরসাইকেল চালিয়ে আসল, তারপর বাস আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ পাশে দাঁড়িয়ে আছে। সবাই জানে এগুলো কারা করেছে। তা-ও খোদ প্রধানমন্ত্রী আজকে বলছেন, আবার সেই অগ্নি-সন্ত্রাস। যদি ঠিকঠাক তদন্ত হয়, তাহলে যতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে তার পেছনে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। অগ্নি-সন্ত্রাস তো দূরের কথা কোনো ধরনের সন্ত্রাসের পরিকল্পনাই আমাদের নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
সরকারি দলের লোকেরাই পরিকল্পিতভাবে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিরোধী দলগুলোর আন্দোলনে দিশেহারা হয়ে আন্দোলন দমন করতে সরকার পুরোনো কৌশলের শরণাপন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’
আজ রোববার বিকেলে পল্টনের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এ বাম নেতা।
সাইফুল হক বলেন, ‘এরই মধ্যে গণমাধ্যম থলের বিড়াল বের করে এনেছে। পুলিশের উপস্থিতিতে অত্যন্ত পরিকল্পিতভাবে যে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, তা সবিস্তারে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিরোধীদলীয় নেতা-কর্মীদের যেন মিথ্যা মামলায় গ্রেপ্তার করা যায়, সে জন্য অনেকটা রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’
চলমান গণ-আন্দোলন গণজাগরণে পরিণত হয়েছে উল্লেখ করে কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, ‘অচিরেই এই গণজাগরণ গণ-অভ্যুত্থানে রূপ নেবে। গণতন্ত্র মঞ্চ ঢাকায় পুরানা পল্টনে ৩১ জুলাই বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলা স্তরে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করব।’
বিরোধী দলগুলোর আন্দোলন দমনের জন্য সরকারই অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘গতবার বিরোধীদের ওপর একটা সন্ত্রাসের লেবেল আঁকতে এই কৌশল কিছুটা কাজ করেছিল। এবারও তারা একই পদ্ধতি অবলম্বন করছে এবং শত শত বাস পোড়ানোর প্রজেক্ট হাতে নিয়েছে। আন্দোলনের নামে একটা সন্ত্রাস হচ্ছে বলে তারা আবারও দমনের একটা অজুহাত সৃষ্টি করছে।’
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তিনটা ছেলে মোটরসাইকেল চালিয়ে আসল, তারপর বাস আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ পাশে দাঁড়িয়ে আছে। সবাই জানে এগুলো কারা করেছে। তা-ও খোদ প্রধানমন্ত্রী আজকে বলছেন, আবার সেই অগ্নি-সন্ত্রাস। যদি ঠিকঠাক তদন্ত হয়, তাহলে যতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে তার পেছনে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। অগ্নি-সন্ত্রাস তো দূরের কথা কোনো ধরনের সন্ত্রাসের পরিকল্পনাই আমাদের নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত ব্যক্তিগত উদ্যোগে চীন সফরে গেছেন। এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে...
২ ঘণ্টা আগেবিএনপি অতীতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং এখনো করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কয়েকজন মানুষ, গুটিকতক মানুষ, তারা টার্গেট করেছে বিএনপিকে। মিথ্যা প্রচারণা, অপপ্রচার করে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি সেই দল, যারা এই দেশের স্বাধীনতা
৩ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আজ আংশিক শুনানি হয়েছে। আগামীকাল বুধবার এটি প্রথম দিকে শুনানি করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
১০ ঘণ্টা আগে