নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নুরকে সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তার না করলে লাগাতার আন্দোলনের আলটিমেটাম দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
আজ বুধবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
ইসরায়েলি রাজনৈতিক কর্মী মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের গোপন বৈঠক নিয়ে গত কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গিগোষ্ঠী কুকি-চিনের সঙ্গে যোগাযোগ করে রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও উঠেছে নুরের বিরুদ্ধে। ফলে নুরের গণ অধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার। তিনি বলেন, ‘গণ অধিকার পরিষদ নামক সংগঠনের সাবেক সদস্যসচিব নুরুল হক নুর সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে রাষ্ট্রবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি, তাঁর স্বীকারোক্তিমূলক কথোপকথন, তাঁর সংগঠনের অন্যান্য সদস্য পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়ার সাম্প্রতিক বক্তব্যে ইসরায়েলের মোসাদের সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে।’
মুক্তিযোদ্ধার সন্তানেরা বেঁচে থাকতে নুর কোনো ষড়যন্ত্র করে পার পাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘ইসরায়েল ও মোসাদের সহযোগিতায় কুকি–চিনসহ কতিপয় জঙ্গিগোষ্ঠী এবং তথাকথিত গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ব্যবহার করে বাংলাদেশের মানুষের সহানুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’
নুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়ার দাবি তুলে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রবিরোধী নুরকে দ্রুত গ্রেপ্তারের পর রিমান্ডে এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ তদন্তের মাধ্যমে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচনের পাশাপাশি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করতে হবে।’
যে নুর একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশে আলাদা রাষ্ট্র সৃষ্টি করতে চায়, তাঁকে গ্রেপ্তার না করলে লাগাতার আন্দোলন করা হবে— এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে যে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, সে দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, ধর্মের শত্রু, সর্বোপরি এ দেশের মানুষের শত্রু। আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে নুরুল হক নুরকে গ্রেপ্তার না করলে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে লাগাতার আন্দোলনে নামব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নাসির আল-আমিন পলাশ, মাইদুল ইসলাম পলক, মাহমুদুল হাসান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. শিবলী ফোরকান, ডা. মাসুন খান ও সহসভাপতি খাদিজা খাতুন।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নুরকে সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তার না করলে লাগাতার আন্দোলনের আলটিমেটাম দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
আজ বুধবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
ইসরায়েলি রাজনৈতিক কর্মী মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের গোপন বৈঠক নিয়ে গত কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গিগোষ্ঠী কুকি-চিনের সঙ্গে যোগাযোগ করে রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও উঠেছে নুরের বিরুদ্ধে। ফলে নুরের গণ অধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার। তিনি বলেন, ‘গণ অধিকার পরিষদ নামক সংগঠনের সাবেক সদস্যসচিব নুরুল হক নুর সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে রাষ্ট্রবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি, তাঁর স্বীকারোক্তিমূলক কথোপকথন, তাঁর সংগঠনের অন্যান্য সদস্য পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়ার সাম্প্রতিক বক্তব্যে ইসরায়েলের মোসাদের সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে।’
মুক্তিযোদ্ধার সন্তানেরা বেঁচে থাকতে নুর কোনো ষড়যন্ত্র করে পার পাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘ইসরায়েল ও মোসাদের সহযোগিতায় কুকি–চিনসহ কতিপয় জঙ্গিগোষ্ঠী এবং তথাকথিত গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ব্যবহার করে বাংলাদেশের মানুষের সহানুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’
নুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়ার দাবি তুলে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রবিরোধী নুরকে দ্রুত গ্রেপ্তারের পর রিমান্ডে এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ তদন্তের মাধ্যমে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচনের পাশাপাশি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করতে হবে।’
যে নুর একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশে আলাদা রাষ্ট্র সৃষ্টি করতে চায়, তাঁকে গ্রেপ্তার না করলে লাগাতার আন্দোলন করা হবে— এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে যে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, সে দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, ধর্মের শত্রু, সর্বোপরি এ দেশের মানুষের শত্রু। আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে নুরুল হক নুরকে গ্রেপ্তার না করলে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে লাগাতার আন্দোলনে নামব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নাসির আল-আমিন পলাশ, মাইদুল ইসলাম পলক, মাহমুদুল হাসান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. শিবলী ফোরকান, ডা. মাসুন খান ও সহসভাপতি খাদিজা খাতুন।
কঠিন সময়ে দলের প্রতি নেতাকর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
৩ ঘণ্টা আগেসেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
১ দিন আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১ দিন আগে