Ajker Patrika

দেশে ফিরলেন সংসদ সদস্য হাজি সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২২, ১৪: ৫৯
দেশে ফিরলেন সংসদ সদস্য হাজি সেলিম

নিয়মিত মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফেরেন তিনি।

হাজি সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, ‘থাই এয়ারওয়েজের ফ্লাইটে দুপুর সোয়া ১২টায় দেশে ফিরেছেন স্যার (হাজি সেলিম)। বিমানবন্দর থেকে সরাসরি ২৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান শাহী মসজিদে একজনের জানাজায় অংশ নেন তিনি।’ 

হাজি সেলিমের মতো দণ্ডিত কেউ যেন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে না পারে, সে বিষয়ে দুদকের লিগ্যাল উইংয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের ভারপ্রাপ্ত সচিব (মহাপরিচালক) সাঈদ মাহবুব খান।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে ব্যাংককে যান হাজি সেলিম। সেই সময় তাঁর ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম আজকের পত্রিকাকে জানান, হাজি সেলিম মেডিকেল চেকআপের জন্য ব্যাংকক গিয়েছেন।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত