নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়মিত মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফেরেন তিনি।
হাজি সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, ‘থাই এয়ারওয়েজের ফ্লাইটে দুপুর সোয়া ১২টায় দেশে ফিরেছেন স্যার (হাজি সেলিম)। বিমানবন্দর থেকে সরাসরি ২৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান শাহী মসজিদে একজনের জানাজায় অংশ নেন তিনি।’
হাজি সেলিমের মতো দণ্ডিত কেউ যেন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে না পারে, সে বিষয়ে দুদকের লিগ্যাল উইংয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের ভারপ্রাপ্ত সচিব (মহাপরিচালক) সাঈদ মাহবুব খান।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে ব্যাংককে যান হাজি সেলিম। সেই সময় তাঁর ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম আজকের পত্রিকাকে জানান, হাজি সেলিম মেডিকেল চেকআপের জন্য ব্যাংকক গিয়েছেন।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
নিয়মিত মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফেরেন তিনি।
হাজি সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, ‘থাই এয়ারওয়েজের ফ্লাইটে দুপুর সোয়া ১২টায় দেশে ফিরেছেন স্যার (হাজি সেলিম)। বিমানবন্দর থেকে সরাসরি ২৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান শাহী মসজিদে একজনের জানাজায় অংশ নেন তিনি।’
হাজি সেলিমের মতো দণ্ডিত কেউ যেন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে না পারে, সে বিষয়ে দুদকের লিগ্যাল উইংয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের ভারপ্রাপ্ত সচিব (মহাপরিচালক) সাঈদ মাহবুব খান।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে ব্যাংককে যান হাজি সেলিম। সেই সময় তাঁর ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম আজকের পত্রিকাকে জানান, হাজি সেলিম মেডিকেল চেকআপের জন্য ব্যাংকক গিয়েছেন।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৫ মিনিট আগেআজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলটির নেতা–কর্মীরা। স্লোগান দিতে দিতে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর সাভার থেকে রায়েরবাজারে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত করবেন...
১ ঘণ্টা আগেসাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর প্রথম কর্মসূচির অংশ ছিল এটি।
২ ঘণ্টা আগেআত্মপ্রকাশের পর এবার দল গোছাতে মন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটি ব্যাপক জনসম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এই কারণে কেন্দ্রের পর এবার তৃণমূলে কমিটি গঠনের দিকে নজর দিয়েছে দলটি।
৯ ঘণ্টা আগে