হরতাল-অবরোধে ৪২ জনের মৃত্যু: খালেদাসহ ৪ জন মামলা থেকে খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৬: ১৬
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৬: ৪০

২০১৫ সালে সারা দেশে অবরোধ ও হরতালের মধ্যে পেট্রল বোমা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় হুকুমের আসামি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা খারিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তিনিসহ চারজনের বিরুদ্ধে মামলা খারিজ করে দেন।

মামলার অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমদ ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শমশের মবিন চৌধুরী।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর আদালত গুলশান থানাকে এ বিষয় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ২১ সেপ্টেম্বর গুলশান থানার এসআই শাহীন মোল্লা আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে হত্যার অপরাধ প্রমাণ হয়নি বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল পাঁচটায় সারা দেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।

এ ঘটনায় খালেদা জিয়াসহ অন্যদের ইন্ধন ও উসকানি ছিল। দেশের বিভিন্ন জায়গায় পেট্রল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের দায়-দায়িত্ব তারা এড়াতে পারেন না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত