বিএনপির কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হওয়ায় ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বিএনপি এ মুহূর্তে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে। এটি অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক রাজনৈতিক দল, অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্রও শুরু হয়েছে।
রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতা-কর্মীদের জন্য আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি ৩১ দফা নিয়ে নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় তিন জেলার তিন হাজার নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
আগামী নির্বাচন কঠিন হবে জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক, অনেক, অনেক কঠিন হবে।
কাজেই নিজেদের সেভাবেই প্রস্তুত করুন, যেন কঠিন সে নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে পুলসিরাত পার হতে পারি।’
বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শুরু থেকেই জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হয়েছে। কাজেই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে, ধরে নিতে হবে এ ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধেই নয়—এ ষড়যন্ত্রের মধ্যে রয়েছে আরেকটি ষড়যন্ত্র, যেটি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। সে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’
নেতা-কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়ে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেছে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে। কিন্তু লেজসহ শরীরের অনেক অংশ অবশিষ্ট রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কাজেই আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ৩১ দফা পৌঁছে দেবেন ঘরে ঘরে। একই সঙ্গে ষড়যন্ত্রের বিষয়েও আপনাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেককে এজেন্ট হিসেবে ঢুকিয়ে দিয়েছে। এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।’
বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হওয়ায় ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বিএনপি এ মুহূর্তে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে। এটি অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক রাজনৈতিক দল, অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্রও শুরু হয়েছে।
রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতা-কর্মীদের জন্য আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি ৩১ দফা নিয়ে নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় তিন জেলার তিন হাজার নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
আগামী নির্বাচন কঠিন হবে জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক, অনেক, অনেক কঠিন হবে।
কাজেই নিজেদের সেভাবেই প্রস্তুত করুন, যেন কঠিন সে নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে পুলসিরাত পার হতে পারি।’
বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শুরু থেকেই জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হয়েছে। কাজেই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে, ধরে নিতে হবে এ ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধেই নয়—এ ষড়যন্ত্রের মধ্যে রয়েছে আরেকটি ষড়যন্ত্র, যেটি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। সে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’
নেতা-কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়ে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেছে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে। কিন্তু লেজসহ শরীরের অনেক অংশ অবশিষ্ট রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কাজেই আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ৩১ দফা পৌঁছে দেবেন ঘরে ঘরে। একই সঙ্গে ষড়যন্ত্রের বিষয়েও আপনাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেককে এজেন্ট হিসেবে ঢুকিয়ে দিয়েছে। এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।’
যারা উপদেষ্টা আছেন তাদের সম্বন্ধে আমি জানি, তারা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন মানুষ। আমি বিশ্বাস করি তারা দেশের স্বার্থেই কাজ করছেন। মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি আছে, যারা উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে...
১১ ঘণ্টা আগেএই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো- ৫৩ বছর আগে জামায়াতে ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল তা সঠিক। নরেন্দ্র মোদী তার পোস্টের মাধ্যমে জামায়াতের বক্তব্যের সত্যতার পক্ষে রাজসাক্ষী হয়ে রইলেন। আমরা ভারতের...
১৫ ঘণ্টা আগেবিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হওয়ায় ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় আগামী নির্বাচনকে সামনে রেখে নেতা–কর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, ‘আগামীর যে নির্বাচন হবে, আপনাদের আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মন
১৬ ঘণ্টা আগেসংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে...
১৭ ঘণ্টা আগে