পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে, দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ২১: ৪১

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি, ‘পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে এসেছেন।’

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুলের এ দাবি করেন। বিকেল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন তিনি। রাত ৮টার দিকে মির্জা ফখরুল কার্যালয় ছেড়ে চলে যান। 

মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে।’ 

এর আগে ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি। তারা ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। সমাবেশকে বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার দায় সরকারকে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে ডিএমপি কমিশনার আমাকে নয়াপল্টনে আসতে বলেছেন। অথচ আসার পরে আমাকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না।’ 

এ সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত