বৃষ্টি উপেক্ষা করে সুধী সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪০
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৭

বৃষ্টি উপেক্ষা করে মিছিল-স্লোগানে সুধী সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠের দিকে যাচ্ছেন তাঁরা। 

আগারগাঁও, শেরেবাংলা নগর, বিজয় সরণি এলাকা ঘুরে দেখা যায়, বাস, ট্রাক, ভ্যানে করে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা আসছেন। দলে দলে মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। 

শরীয়তপুর সদর এলাকা থেকে ছেলেকে নিয়ে সুধী সমাবেশে যোগ দিতে এসেছেন আমজাদ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে। দেশের উন্নয়নের নতুন দিগন্তের সাক্ষী হতে এসেছি।’ 

সুধী সমাবেশে যোগ দিতে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরারূপগঞ্জ আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু করছেন, মেট্রোরেল উপহার দিয়েছেন। এখন তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশবাসীকে উপহার দিচ্ছেন। তাঁর মতো উন্নয়ন কোনো সরকারই করেনি। আমরা তাঁকে আবারও ক্ষমতায় দেখতে চাই।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ৩টায় বিমানবন্দরের কাওলা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ঘোষণা করবেন। সেখান থেকে তিনি গাড়িতে উড়ালসড়কে উঠবেন। টোল পরিশোধ করে উড়ালসড়কের বিজয় সরণি প্রান্ত দিয়ে নেমে যাবেন আগারগাঁওয়েরর পুরোনো বাণিজ্য মেলার মাঠে। সেখানেও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত