বেগম জিয়ার এত দিনের জন্মদিনকে ভাঁওতাবাজি বললেন কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৬: ০১

`বেগম জিয়ার জন্মদিন ১৫ আগস্ট নয় ৮ই মে। ১৯৯৫ সাল থেকে এত দিন যে মিথ্যা জন্মদিনের উৎসব করে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছেন তার জবাব আপনাদের দিতে হবে।' শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ রোববার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে নিবেদিত হয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এমন এক হাজার জন চিকিৎসককে বিশেষ উপহার দেওয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, `১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে যে অলঙ্ঘনীয় দেয়াল আপনারা তুলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় সে দেয়াল আরও উঁচু হয়েছে। এই দেয়াল বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।' 

টিকা নিয়ে মির্জা নজরুল ইসলামের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ওবায়দুল কাদের বলেন, '২য় ডোজের টিকা রেখেই ১ম ডোজের টিকা দেওয়া শুরু করেছে সরকার। বিদেশ থেকে টিকার ব্যবস্থা করেই গণটিকা দেওয়া শুরু করা হয়েছে। শেখ হাসিনা ভাঁওতাবাজি করে না। আপনারা জনগণের সঙ্গে যে ভাঁওতাবাজি করেছেন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। 

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসকদের জন্য বিশেষ উপহার প্রদান অনুষ্ঠানে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনসহ আরও অনেকে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত