Ajker Patrika

সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৫: ৫০
সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র: খন্দকার মোশাররফ

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সরকারকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিতে হবে, তা সময়ের ব্যাপার মাত্র।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘কোনো স্বৈরাচার আপসে ক্ষমতা ছেড়ে যায় না। তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটানোর বিকল্প নেই। অতীতে ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে হটিয়েছে। তেমনি এখন সময়ের ব্যাপার মাত্র যে এই সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘যেভাবে দেশ চলছে, সেভাবে চলতে পারে না। আজকে দেশে গণতন্ত্র নেই। বিএনপির ছয় শর বেশি লোক গুম হয়েছে, খুন হয়েছে এক হাজারের বেশি মানুষ। খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে।

‘১১ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বেড়েছে। দেশের বিচারব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে।’

এই সরকার বিদায় না দিলে ‘দেশকে মেরামত’ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণ আওয়াজ তুলেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কোনো সংকটের সমাধান হবে না। যারা অর্থনীতি ধ্বংস করেছে, তারা এর পুনর্গঠন করতে পারবে না।’

ড্যাবের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের সহসভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত