Ajker Patrika

সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৪, ২০: ০৮
সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে: মির্জা ফখরুল 

ক্ষমতায় থাকতে সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এই অভিযোগ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই আলোচনা সভার আয়োজন করে। 

সভায় মির্জা ফখরুল বলেন, ‘নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে, দেশকে কীভাবে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে বিদেশেদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।’ 

 ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা বাজেটে নেই। যে সমস্ত জিনিসপত্র-মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে, সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করেছে। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?’ 

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়েও খারাপ কিছু হতে পারে। সমস্ত সুন্দর তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল—সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে।’ 

তিনি বলেন, ‘আমাদের সর্বক্ষেত্রে সরকার বন্ধ্যাত্ব সৃষ্টি করেছে। লাভটা তাদের! কারণ, তারা টাকা কামাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে...কোথাও কোনো কাজে তাদের সমস্যা হচ্ছে না। এ জন্য দেখবেন তাদের চেহারা চক চক করে। আমাদের বিরোধী দলের নেতা-কর্মীদের চেহারা খারাপ হয়ে গেছে...এটা বাস্তবতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত