Ajker Patrika

বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৪: ৩০
বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

রাজধানীতে শান্তি সমাবেশে যোগ দিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা আসছেন সমাবেশস্থলে।

আজ শুক্রবার বেলা ৩টা থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে এই শান্তি সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশ উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশস্থল থেকে শুরু করে পল্টন-গুলিস্থানজুড়ে মাইক লাগানো হয়েছে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেনআরও দেখা গেছে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তারা সমাবেশস্থল গুলিস্তান, জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অবস্থান করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত