Ajker Patrika

‘দুর্নীতির কারণে দেশের অর্থনীতি সংকটে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘দুর্নীতির কারণে দেশের অর্থনীতি সংকটে’

দেশের অর্থনীতি যে সংকট পার করছে সে জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেমন দায়ী তেমনি সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ দুর্নীতি দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দলের ৫ম ত্রি-বার্ষিক সম্মেলন পরবর্তী রাজনৈতিক শুভেচ্ছা বিনিময়ে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থপাচার ও ঘুষকে সবচেয়ে ক্ষতিকারক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নিত্য পণ্যের দাম বাড়ায় ও অনিয়ন্ত্রিত বাজার দরের কারণে জনগণ কষ্টে আছে। তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া জ্বলানির দাম ২০ শতাংশ কমানোর কথাও বলেন তিনি।

দেশে রাজস্বনীতিতে গুণগত পরিবর্তনের আহ্বান জানিয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, সংবিধান সংশোধন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের করতে হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে দলের নেতারা বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক আবারো দলের চেয়ারম্যান ও আব্দুল আওয়াল মামুন মহাসচিব নির্বাচিত হন। অুষ্ঠানে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মেয়ে ইন্না শারমিন একটি খোলা চিঠি পাঠ করেন। এতে আবেকগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত