Ajker Patrika

বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২১: ৪৫
বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

পাঁচ মাস দুই দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড় পান তিনি। খালেদা জিয়া তাঁর বাসায় পৌঁছেছেন। 

বাসায় আনার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

লিভারে রক্তক্ষরণ বন্ধে বিদেশি চিকিৎসকদের করা ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্টের (টিপস) পর খালেদা জিয়া অনেকটাই সুস্থ আছেন বলে জানান তিনি। 

জাহিদ হোসেন বলেন, টিপসের পর তিনি (খালেদা জিয়া) অনেকটাই সুস্থ বোধ করছেন। যার জন্য তিনি আজকে বাসায় আসতে পেরেছেন। কিন্তু এই চিকিৎসা ক্ষণস্থায়ী। এই চিকিৎসা তাঁর পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসার জন্য মাঝের যে সময় (ব্রিদিং টাইম) দরকার, সেই সময়টা দিয়েছে। এ সময় থাকতেই যত তাড়াতাড়ি তাঁকে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততই তাঁর স্বাস্থ্যের জন্য ভালো হবে। 

 এ সময় খালেদা জিয়ার সুচিকিৎসার আবেদন জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘উনি (খালেদা জিয়া) যে অবস্থায় আছেন, আমরা সবার কাছে আবেদন জানাতে চাই—দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়, উনি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। ওনার সুচিকিৎসা ছাড়া আমরা তো আর কিছু চাচ্ছি না। উনি চাচ্ছেন, ওনার পরিবার চাচ্ছেন, দল চাচ্ছে, সবাই চাচ্ছে। সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত