নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক প্রতিহিংসার কারণে, হত্যার উদ্দেশ্যে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা তাঁর যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে, তাঁকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছেন।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিনা চিকিৎসায়, অবরুদ্ধ অবস্থায় তিনি (খালেদা জিয়া) আজ মৃত্যুশয্যায়। তাঁর জীবন-মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। তাঁর সুচিকিৎসা করার জন্য আমাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, সে চেষ্টাই আমাদের করতে হবে।’
এ সময় কান্নায় ভেঙে পড়েন ফখরুল। তিনি বলেন, ‘পরম করুণাময় যেন তাঁকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা যেন আবার তাঁর নেতৃত্বে জেগে উঠতে পারি। এই ভয়াবহ দানবকে যেন আমরা পরাজিত করতে পারি।’
ফখরুল বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের অনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে কারারুদ্ধ রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য আটক করে রাখা হয়েছে। তাঁকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি বন্দীই আছেন, অবরুদ্ধ আছেন। তিনি অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকেই অসুস্থ হয়েছেন। তাঁর কোনো চিকিৎসা হয়নি। পরবর্তীকালে যখন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তাঁর সুচিকিৎসা হয়নি। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বারবার বলেছে যে তাঁর চিকিৎসা এখানে সম্ভব নয়। বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়ার সুচিকিৎসা কেবলমাত্র মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসাকেন্দ্রে সম্ভব। বারবার এ কথা বলা হয়েছে দল ও পরিবারের পক্ষ থেকেও। সেই সঙ্গে সুশীল সমাজ এবং এ দেশের বিদেশি মিশনগুলোও একই কথা বলেছে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে ১০টি চুক্তি করেছেন। কিন্তু আমাদের যে সমস্যাগুলো, তিস্তার পানির ন্যায্য হিস্যা যে আমরা পাচ্ছি না, সে ব্যাপারে কোনো চুক্তি আমরা পাই না। উপরন্তু তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার জন্য ভারত প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বণ্টন চাই। অভিন্ন যে নদীগুলো রয়েছে, সেগুলোর প্রতিটির আমরা ন্যায্য হিস্যা চাই। এটা আমাদের অধিকার। এ কথাগুলো বলতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে।’
তিনি বলেন, ‘আজকে ভারতের কাছে তারা (সরকার) সম্পূর্ণ সেবাদাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা মাথা নিচু করে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, তারা জবাবটা পর্যন্ত দিতে পারে না। এই একটা অথর্ব, নতজানু শাসকগোষ্ঠী আমাদের ওপর চেপে বসে আছে।’
রাজনৈতিক প্রতিহিংসার কারণে, হত্যার উদ্দেশ্যে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা তাঁর যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে, তাঁকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছেন।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিনা চিকিৎসায়, অবরুদ্ধ অবস্থায় তিনি (খালেদা জিয়া) আজ মৃত্যুশয্যায়। তাঁর জীবন-মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। তাঁর সুচিকিৎসা করার জন্য আমাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, সে চেষ্টাই আমাদের করতে হবে।’
এ সময় কান্নায় ভেঙে পড়েন ফখরুল। তিনি বলেন, ‘পরম করুণাময় যেন তাঁকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা যেন আবার তাঁর নেতৃত্বে জেগে উঠতে পারি। এই ভয়াবহ দানবকে যেন আমরা পরাজিত করতে পারি।’
ফখরুল বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের অনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে কারারুদ্ধ রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য আটক করে রাখা হয়েছে। তাঁকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি বন্দীই আছেন, অবরুদ্ধ আছেন। তিনি অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকেই অসুস্থ হয়েছেন। তাঁর কোনো চিকিৎসা হয়নি। পরবর্তীকালে যখন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তাঁর সুচিকিৎসা হয়নি। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বারবার বলেছে যে তাঁর চিকিৎসা এখানে সম্ভব নয়। বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়ার সুচিকিৎসা কেবলমাত্র মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসাকেন্দ্রে সম্ভব। বারবার এ কথা বলা হয়েছে দল ও পরিবারের পক্ষ থেকেও। সেই সঙ্গে সুশীল সমাজ এবং এ দেশের বিদেশি মিশনগুলোও একই কথা বলেছে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে ১০টি চুক্তি করেছেন। কিন্তু আমাদের যে সমস্যাগুলো, তিস্তার পানির ন্যায্য হিস্যা যে আমরা পাচ্ছি না, সে ব্যাপারে কোনো চুক্তি আমরা পাই না। উপরন্তু তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার জন্য ভারত প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বণ্টন চাই। অভিন্ন যে নদীগুলো রয়েছে, সেগুলোর প্রতিটির আমরা ন্যায্য হিস্যা চাই। এটা আমাদের অধিকার। এ কথাগুলো বলতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে।’
তিনি বলেন, ‘আজকে ভারতের কাছে তারা (সরকার) সম্পূর্ণ সেবাদাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা মাথা নিচু করে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, তারা জবাবটা পর্যন্ত দিতে পারে না। এই একটা অথর্ব, নতজানু শাসকগোষ্ঠী আমাদের ওপর চেপে বসে আছে।’
সশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
২ ঘণ্টা আগেসেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
২১ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১ দিন আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১ দিন আগে