Ajker Patrika

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে ছাত্রলীগের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি, ঢাবি
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে ছাত্রলীগের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আম, প্যাকেটজাত দুধ; স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং শিক্ষা সামগ্রীর মধ্যে কলম, খাতা ও স্কেল ছিল। 

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছেন। আজ তাঁর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজীব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন; একই ভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় কাজ করে যাব এবং শিক্ষার্থীদের যেকোনো ধরনের যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকব। 

বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন আমরা সর্বপ্রথম সজীব ওয়াজেদ জয়ের চোখে দেখেছিলাম। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার সুফল আমরা এখন পাচ্ছি। তিনি একজন মেধাবী ব্যক্তিত্ব এবং পর্দার আড়ালের সঠিক একজন উদ্যোক্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় নিজেকে সমৃদ্ধ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার মা বাবা এবং জাতির পিতার মতো করেই বাংলাদেশের মানুষকে দেখছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সজীব ওয়াজেদ জয় দুজনকেই আমরা পেয়েছি। আজকে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পালিত হবে। 

খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশু হাসান বলে, করোনার মধ্যে এই সব খাবার আর খাতা কলম পেয়ে আমি খুশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত