সরকারের গায়ে আগুন লেগেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪৮

মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপে ক্ষমতাসীনদের গায়ে আগুন লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

ফখরুল বলেন, ‘আজকে সরকারের গায়ের মধ্যে আগুন লেগেছে। অনেক আশা করে ৬৫ জনকে নিয়ে আমেরিকা গিয়েছিল। ভেবেছিল সেখানে গিয়ে কথা বলে, ছবি তুলে একটা সুরাহা বোধ হয় করা যাবে। তিনি (শেখ হাসিনা) যখন আমেরিকায়, সেই সময়ে ভিসা নীতি যে কার্যকর করা হয়েছে, তার ঘোষণা দেওয়া হলো। পরিষ্কার করে বলা হয়েছে, নির্বাচনে গণতন্ত্রের বিপক্ষে যারা দাঁড়াবে, যারা অতীতে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে তারা (যুক্তরাষ্ট্র) ব্যবস্থা নেবে।’ 

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ)  বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত