মুরাদ ব্লেজার পরে গেলেন, এলেন হুডি পরে

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৯: ১৬
Thumbnail image

তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে দেশ ছেড়েছিলেন মুরাদ হাসান। করোনাকালে কানাডা ভ্রমণের যথাযথ কাগজপত্র না থাকায় সে দেশে ঢোকার অনুমতি না পেয়ে দেশে ফিরেছেন তিনি। আজ রোববার বিকেল ৫টা ৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহন করা ফ্লাইটটি অবতরণ করে। 

মুরাদ হাসানের এক সহযাত্রীর কাছ থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, ফ্লাইট থেকে নামার পর তিনি বিমানবন্দরের ভেতরে হাতে লাগেজ ও কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। তাঁর পরনে ছিল হুডি ও নীল রঙের জিনসের প্যান্ট। প্রকাশ পাওয়া ভিডিওর ব্যক্তিটি যে মুরাদ হাসানই, এটি বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

এর আগে দেশ ছাড়ার সময় কালো রঙের ব্লেজার, কালো টি-শার্ট ও কালো বুটের সঙ্গে নীল রঙের জিনসের প্যান্ট পরে দেশ ছেড়েছিলেন তিনি। 

প্রসঙ্গত, নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। গত মঙ্গলবার রাতে মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। মন্ত্রিত্ব হারানোর পর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। 

গত বৃহস্পতিবার দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের ছবিমুরাদ তাঁর ভুলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাফ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন।’ 

উল্লেখ্য, ২০০৩ সালে আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সদস্য, ২০১৪ সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ২০১৫ সালে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন মুরাদ।  

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে গঠিত আওয়ামী লীগ সরকারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৯ সালের ১৯ মে তৎকালীন সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল আনা হয়। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত