নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা বিএনপি নেতা-কর্মীদের হত্যা করবে তাদের প্রত্যেকের হিসেব কড়ায়-গন্ডায় নেওয়া হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গুম, খুন আর গুলি করে আবার ক্ষমতায় যাওয়ার চিন্তা করবেন না, এবার ফয়সালা হবে রাজপথে।
আজ শুক্রবার মহানগর নাট্যমঞ্চে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমাটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে ২০১৩ সালের মতো গুলি করে মানুষ হত্যা করা শুরু করেছে। তারা বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গুম করেছে, হত্যা করেছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলি চালাচ্ছে, যারা গুম খুনের লাইসেন্স দিচ্ছে, জনগণের রক্ত ঝরাচ্ছে তাদের প্রত্যেকের হিসেব কড়ায়-গন্ডায় নেওয়া হবে।’
বিএনপির মহাসচিব বলেন, আপনারা আবার অবৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে নীলনকশা করছেন তা আর বাস্তব হবে না। বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনার এসব স্বপ্ন ধূলিসাৎ করে দেবে। এবার সবকিছুর ফয়সালা রাজপথেই হবে।
পুলিশকে জনগণের প্রতিপক্ষ না হওয়ার উপদেশ দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা জনগণের বন্ধু। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়। আমাদের টাকায় আপনারা পরিবার চালান। আপনাদের প্রতি উপদেশ হচ্ছে, জনগণের টাকায় চলে তাদের প্রতিপক্ষ হবেন না। জনগণকে যদি গুলি করেন, রক্ত ঝরান তাহলে তারা বসে থাকবে না। র্যাবকে যেভাবে বিদেশিরা স্যাংশন দিয়েছে, জনগণও একইভাবে আপনাদের স্যাংশন দিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই এমনটা চাইবেন না।’
বাংলাদেশের যা কিছু অর্জন তা বিএনপির সময়ে হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, এ দেশের যা কিছু ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময়েই হয়েছে। বিএনপির প্রতিষ্ঠা না হলে বাংলাদেশ এত দিন স্বাধীন থাকত কি না তা নিয়ে সংশয় রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন গণতন্ত্র মুক্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, নির্বাচনী ব্যবস্থা আসবে না। অতএব একটাই আমাদের সামনে টার্গেট সেটা হচ্ছে, যে যেখানে আমরা থাকি না কেন, বিশেষ করে ছাত্র-যুবক সমাজকে আজকের এই বিষয়টা বুঝে এগিয়ে আসতে হবে। এই সরকারের কাছ থেকে দেশকে মুক্ত করতে না পারলে জনগণের মুক্তি হবে না। আরও অনেক মানুষকে তারা গুলি করে মারবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা বিএনপি নেতা-কর্মীদের হত্যা করবে তাদের প্রত্যেকের হিসেব কড়ায়-গন্ডায় নেওয়া হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গুম, খুন আর গুলি করে আবার ক্ষমতায় যাওয়ার চিন্তা করবেন না, এবার ফয়সালা হবে রাজপথে।
আজ শুক্রবার মহানগর নাট্যমঞ্চে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমাটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে ২০১৩ সালের মতো গুলি করে মানুষ হত্যা করা শুরু করেছে। তারা বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গুম করেছে, হত্যা করেছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলি চালাচ্ছে, যারা গুম খুনের লাইসেন্স দিচ্ছে, জনগণের রক্ত ঝরাচ্ছে তাদের প্রত্যেকের হিসেব কড়ায়-গন্ডায় নেওয়া হবে।’
বিএনপির মহাসচিব বলেন, আপনারা আবার অবৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে নীলনকশা করছেন তা আর বাস্তব হবে না। বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনার এসব স্বপ্ন ধূলিসাৎ করে দেবে। এবার সবকিছুর ফয়সালা রাজপথেই হবে।
পুলিশকে জনগণের প্রতিপক্ষ না হওয়ার উপদেশ দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা জনগণের বন্ধু। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়। আমাদের টাকায় আপনারা পরিবার চালান। আপনাদের প্রতি উপদেশ হচ্ছে, জনগণের টাকায় চলে তাদের প্রতিপক্ষ হবেন না। জনগণকে যদি গুলি করেন, রক্ত ঝরান তাহলে তারা বসে থাকবে না। র্যাবকে যেভাবে বিদেশিরা স্যাংশন দিয়েছে, জনগণও একইভাবে আপনাদের স্যাংশন দিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই এমনটা চাইবেন না।’
বাংলাদেশের যা কিছু অর্জন তা বিএনপির সময়ে হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, এ দেশের যা কিছু ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময়েই হয়েছে। বিএনপির প্রতিষ্ঠা না হলে বাংলাদেশ এত দিন স্বাধীন থাকত কি না তা নিয়ে সংশয় রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন গণতন্ত্র মুক্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, নির্বাচনী ব্যবস্থা আসবে না। অতএব একটাই আমাদের সামনে টার্গেট সেটা হচ্ছে, যে যেখানে আমরা থাকি না কেন, বিশেষ করে ছাত্র-যুবক সমাজকে আজকের এই বিষয়টা বুঝে এগিয়ে আসতে হবে। এই সরকারের কাছ থেকে দেশকে মুক্ত করতে না পারলে জনগণের মুক্তি হবে না। আরও অনেক মানুষকে তারা গুলি করে মারবে।’
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
৪ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
৫ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
৭ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
১০ ঘণ্টা আগে