Ajker Patrika

কোটাব্যবস্থা সংবিধানবিরোধী: জি এম কাদের

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২২: ৩২
কোটাব্যবস্থা সংবিধানবিরোধী: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে ‘সংবিধানবিরোধী’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে যে সংবিধান আছে, কোটা সিস্টেম ওই সংবিধানের ২৯–এর ১, ২ ও ৩ নম্বর অনুচ্ছেদে যদি কেউ পড়েন, সেখানে দেখবেন, এ কোটা সম্পূর্ণ সংবিধানবিরোধী। এটা আমার কোনো কথা নয়।’

আজ শনিবার বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কাদের আরও বলেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বর্তমান সরকার এটা চাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু সেখানে হাত-পা বাঁধা। তিনি বলেন, ‘৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। ২৯–এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে দেওয়া দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নাই।

তিনি বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু তাদের ছেলে, তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না। সবচেয়ে বড় কথা আমাদের দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে।’

কাদের সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশের অর্থনীতিকে ফুটা করে ফেলেছেন, সেই ফুটা দিয়ে সবকিছু বেরিয়ে চলে যাচ্ছে। আপনার রিজার্ভ কোনো সময় বাড়বে না। যেটা বাড়ছে সেটা দেড় থেকে দুই মাস পর আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে দুরবস্থার কারণ বর্তমান সরকারের ভ্রান্তনীতি এবং দুর্নীতি।’ 

কাদের বলেন, ‘গ্যাস এবং বিদ্যুতের বেহাল অবস্থা। সরকারের দুর্নীতির কারণে আজ এ অবস্থা। লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে গ্যাস এবং বিদ্যুৎ খাতের দুর্নীতির মাধ্যমে।’

তিনি বলেন, ‘২০১০ সালে আইন করেছিল দায়মুক্তির আইন। তারা বিদেশে গিয়ে বিলেনিয়ার (বড়লোকদের) তালিকায় নাম দিয়েছে। এটা কি বাংলাদেশের গৌরবের বিষয়? আগে আমরা শুনতাম আওয়ামী লীগ দায় মুক্তি চায় না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য ইনডেমনিটি দিয়েছে। এখন দায়মুক্তিতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি। যার কারণে লক্ষ লক্ষ টাকা পাচার এবং দেশে আজকে লুজার। 

‘যার কারণে আমাদের গাড়ি চলতে পারে না, চুলা জ্বলে না, ইলেকট্রিসিটি থাকে না দায়মুক্তির কারণে। আবার নতুনভাবে দায়মুক্তি দেওয়া হচ্ছে। অবসর ব্যাংকিং করা হচ্ছে। যারা টাকাপয়সা বিদেশে পাচার করেছেন। সব টাকাপয়সা যদি ব্যাংকে আনেন কোনো কথা জিজ্ঞাসা করা হবে না। আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, না মানুষ খুন করেছেন কোনো দরকার নাই। টাকা আমার, এখানে নিয়ে আসেন। এটা দিয়ে কি রিজার্ভ হবে? যে টাকা এখন আসবে, সে টাকা কালকে আবার চলে যাবে। সেটা কীভাবে রিজার্ভ হবে? সরকার সহযোগিতা করছে এ টাকা দায়মুক্তি দিয়ে সাদা করে দেব। কেউ কোনো জিজ্ঞাসা করবে না। চুরি, অপরাধ ও ডাকাতির দায়মুক্তি। এ দায়মুক্তি দিয়ে দেশকে তারা আজকে নর্দমায় ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে। সাধারণ মানুষ খেতে পারে না।’

তিনি বলেন, ‘দেশে থেকে লোন করে দেশের ব্যাংকগুলো খালি করে দিয়েছে। আর নিজস্ব লোককে লুটতরাজ করতে দিয়ে সেই ব্যাংক খেলাপি ঋণ খালি হয়ে গেছে। এখন ব্যবসায়ীরা গেলে তারা কোনো টাকা পান না। যার জন্য ছোট ছোট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন কলকারখানায় লোক ছাঁটাই করতে হচ্ছে। তাঁরা চালাতে পারছেন না। আর বলা হচ্ছে আমরা নিজস্ব অর্থায়নে প্রকল্প করছি। দুর্নীতির বটবৃক্ষ এই সরকার লালন করছে।’

গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব কাউন্সিলর কামরুজ্জামান মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, জহিরুল ইসলাম জহির, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলামসহ দলের জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত