রাখাল হওয়ারও যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৭: ২৭
Thumbnail image

নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎসহ সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ও তার মন্ত্রীরা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘রাখাল হওয়ারও যোগ্যতা নাই, সে মন্ত্রী হয়ে বসে আছে।’ 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত ‘দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের ভাবনা, সংকট ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতায় যারা আছে তারা সাধারণ মানুষকে ভালোবাসে না। এখানে যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে। বলে খেজুর খাওয়ার দরকার নাই বরই খাও, তার তো রাখাল হওয়ারও যোগ্যতা নাই, সে মন্ত্রী হয়ে বসে আছে।’ 

সরকারের সমালোচনা করে মান্না আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মজুত করে তাদের গণপিটুনি দাও। কিন্তু যারা দামের প্রতিবাদ করেছে তাদেরই গণপিটুনি দিয়েছে। জেলখানায় মানুষ মারা যাচ্ছে, সরকার বলছে-জন্মালে তো মরবেই। বাজারের আগুন লেগেছে, সরকার কিছুই করতে পারবে না। ৭-৮টা কোম্পানি ইমপোর্ট না করলে বাজার খালি।’ 

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘চিটাগাং পোর্টে গতকাল সর্বনিম্ন জাহাজ এসেছে। তার মানে আমদানি কমছে। আমদানি কমছে মানে বৈদেশিক মুদ্রা নেই। যদিও সরকার অটোপাস করার পর কেউ কেউ বলছে, রিজার্ভ আগের চেয়ে কিছুটা বেড়েছে। যদিও আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি না।’ 

গণ অধিকার পরিষদের নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের শ্রমিকদের মতো এত সস্তা শ্রমিক পৃথিবীর কোথাও পাওয়া যায় না। বিদেশে গিয়েও তারা হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছেন তারা। আমরা যদি বলতে পারতাম, আমাদের একজন শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে আমরা আর শ্রমিক পাঠাব না। তাহলে আমাদের শ্রমিকদের অধিকার সুরক্ষিত হতো।’ 

যারা দায়িত্বে আছেন তাদের দেশ, জাতি এবং প্রবাসীদের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে নুর আরও বলেন, ‘সরকার সবকিছুর খরচ নির্ধারণ করে দিয়েছে কিন্তু এজেন্সিগুলো চার-পাঁচ গুন বেশি টাকা নিচ্ছে। এই শ্রমিকেরা বিদেশ গিয়ে আবার ঠিকমতো বেতনও পাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত