কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টির ইফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ২২: ২৪

বিদেশি কূটনীতিক ও দেশের বিশিষ্টজনদের নিয়ে ইফতার করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা। আজ রোববার রাজধানীর হোটেল রেডিসনে এই ইফতারের আয়োজন করা হয়। আমন্ত্রিত হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নেন। 

ইফতারের আমন্ত্রণে সাড়া দেওয়ায় কূটনীতিকসহ অতিথিদের ধন্যবাদ জানান জাপা চেয়ারম্যান জি এম কাদের। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জি এম কাদের বলেন, ‘বর্তমানে বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে। আমরা চাই, পবিত্র এই মাহে রমজানে সবার শুভ বুদ্ধির উদয় হোক। আমরা যেন এই পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি।’ 

ইফতারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নেপাল, চীন, ভারত, ইরান, কসোভো, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপানের কূটনীতিকেরা অংশ নেন। 

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জেএসডি সভাপতি আ. স. ম আবদুর রব, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী প্রমুখ। 

ইফতারে অংশ নেন বিএনপি নেতারা। ছবি: আজকের পত্রিকাএছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ অনেক বিশিষ্টজন ইফতারে অংশ নেন। 

জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত