ঢাবি প্রতিনিধি
একযোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজন ফেসবুক পোস্টে লেখেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশা আল্লাহ!’। এ ছাড়া কেউ কেউ লেখেন, ‘Comrades Now or Never.’
অভ্যুত্থানে নেতৃত্বদানকারী একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইশতেহার ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা করবে ছাত্র-জনতা। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় রাজধানীর শহীদ মিনারে এই ইশতেহার ঘোষণা করা হবে।
তাঁরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের এটা আগে ঘোষণা করার কথা ছিল, যা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। যেহেতু ‘২৪ সালে গণ-অভ্যুত্থান হয়েছে, তাই ‘২৪ সালের মধ্যে এটা ঘোষণা করার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে তোড়জোড় করা হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিটি বিপ্লব বা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র থাকে, সেটার (গণ-অভ্যুত্থান) লেজিটিমেসি থাকে, সেটা সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসেবে ইশতেহার ঘোষণা করা হবে।’
ইশতেহার কে ঘোষণা করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা এখনো ডিসাইড করা হয়নি। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল স্তরের মানুষ সেদিন উপস্থিত থাকবে। একটি নতুন দিনের জন্য আমরা অপেক্ষায় আছি।’
একযোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজন ফেসবুক পোস্টে লেখেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশা আল্লাহ!’। এ ছাড়া কেউ কেউ লেখেন, ‘Comrades Now or Never.’
অভ্যুত্থানে নেতৃত্বদানকারী একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইশতেহার ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা করবে ছাত্র-জনতা। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় রাজধানীর শহীদ মিনারে এই ইশতেহার ঘোষণা করা হবে।
তাঁরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের এটা আগে ঘোষণা করার কথা ছিল, যা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। যেহেতু ‘২৪ সালে গণ-অভ্যুত্থান হয়েছে, তাই ‘২৪ সালের মধ্যে এটা ঘোষণা করার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে তোড়জোড় করা হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিটি বিপ্লব বা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র থাকে, সেটার (গণ-অভ্যুত্থান) লেজিটিমেসি থাকে, সেটা সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসেবে ইশতেহার ঘোষণা করা হবে।’
ইশতেহার কে ঘোষণা করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা এখনো ডিসাইড করা হয়নি। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল স্তরের মানুষ সেদিন উপস্থিত থাকবে। একটি নতুন দিনের জন্য আমরা অপেক্ষায় আছি।’
সংবিধান পুনর্লিখন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘শহীদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান, সেটিকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে।’ রোববার রাজধানীর নয়াপল্টনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কর
৩ ঘণ্টা আগেভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াতে ইসলামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দু–একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’
৫ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন দলটির সদ্য কারামুক্ত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। আজ রোববার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় যান পিন্টু। এ সময় পিন্টুর সঙ্গে তার স্ত্রী বিলকিস বেগমও ছিলেন।
১০ ঘণ্টা আগে১৯৯৬ সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামি দলগুলো যদি ভুল না করত, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারত না। এই ক্ষমতায় আসার মূলে কে এবং কারণ কী, সেটা আমাদের বুঝতে হবে। সেখান থেকে শিক্ষা নিতে হবে...
১ দিন আগে