নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান কমিটির মাধ্যমে যুবলীগ ইউটার্ন করে একটা মানবিক সংগঠন পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার ধানমন্ডিতে যুবলীগের আয়োজিত ‘বজ্রকণ্ঠ কনসার্টে’ প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের হাত ধরে পুনরায় ক্ষমতায় যাবেন তারা হলো এই যুবলীগ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যুবলীগ যে আয়োজন করেছে এটা প্রশংসনীয়। এমন আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ৷ তিনি বলেন, এটি যৌবনের উৎসব। এই উৎসবে আমরা দুজন তরুণ এক সঙ্গে হয়েছে। যাদের একজনের বয়স পঁচাত্তর বছর আরেকজনের বয়স তার একটু কম। আমার সামনেও রয়েছে হাজার হাজার তরুণ। এমন সমন্বিত যৌবনই ধারণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এই কথা বলে সাবেক এই সংস্কৃতিমন্ত্রী ‘আমি বাংলার কথা বলি’ কবিতাটি আবৃত্তি করেন।
অনুষ্ঠান ও যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন, আমরা যুবলীগকে একটা মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ জন্য আমরা আমরা নানা কর্মসূচি নিয়েছি হাতে এবং সেগুলো যথাযথভাবে পালন করছি। মুজিব বর্ষে আমরা ১২৪টি সহায়সম্বলহীন পরিবারকে ঘর হস্তান্তর করেছি। বঙ্গবন্ধুর নামে বই প্রকাশ করেছি, বস্ত্রহীনদের মাঝে বস্ত্র বিতরণ এবং করোনাকালীন অসহায়দের পাশেও আমরা ছিলাম। শিল্পীদের মাঝেও আমরা যাওয়ার চেষ্টা করেছি। ব্যান্ড শিল্পীদের মাঝেও আমরা যাওয়ার চেষ্টা করছি ৷ স্বৈরাচার হটাও আন্দোলন ও জামাত-বিএনপির মতো সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে রক মিউজিশিয়ানরা গানে গানে প্রতিবাদ করেছে।
এ ছাড়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী।
বজ্রকণ্ঠ কনসার্টে পরিবেশনা ছিল, শিরোনামহীন, ওয়ারফেজ, লালন, ব্যান্ড। সবশেষে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। এককভাবে সংগীত পরিবেশন করেন শিল্পী মেহরীন।
বর্তমান কমিটির মাধ্যমে যুবলীগ ইউটার্ন করে একটা মানবিক সংগঠন পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার ধানমন্ডিতে যুবলীগের আয়োজিত ‘বজ্রকণ্ঠ কনসার্টে’ প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের হাত ধরে পুনরায় ক্ষমতায় যাবেন তারা হলো এই যুবলীগ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যুবলীগ যে আয়োজন করেছে এটা প্রশংসনীয়। এমন আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ৷ তিনি বলেন, এটি যৌবনের উৎসব। এই উৎসবে আমরা দুজন তরুণ এক সঙ্গে হয়েছে। যাদের একজনের বয়স পঁচাত্তর বছর আরেকজনের বয়স তার একটু কম। আমার সামনেও রয়েছে হাজার হাজার তরুণ। এমন সমন্বিত যৌবনই ধারণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এই কথা বলে সাবেক এই সংস্কৃতিমন্ত্রী ‘আমি বাংলার কথা বলি’ কবিতাটি আবৃত্তি করেন।
অনুষ্ঠান ও যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন, আমরা যুবলীগকে একটা মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ জন্য আমরা আমরা নানা কর্মসূচি নিয়েছি হাতে এবং সেগুলো যথাযথভাবে পালন করছি। মুজিব বর্ষে আমরা ১২৪টি সহায়সম্বলহীন পরিবারকে ঘর হস্তান্তর করেছি। বঙ্গবন্ধুর নামে বই প্রকাশ করেছি, বস্ত্রহীনদের মাঝে বস্ত্র বিতরণ এবং করোনাকালীন অসহায়দের পাশেও আমরা ছিলাম। শিল্পীদের মাঝেও আমরা যাওয়ার চেষ্টা করেছি। ব্যান্ড শিল্পীদের মাঝেও আমরা যাওয়ার চেষ্টা করছি ৷ স্বৈরাচার হটাও আন্দোলন ও জামাত-বিএনপির মতো সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে রক মিউজিশিয়ানরা গানে গানে প্রতিবাদ করেছে।
এ ছাড়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী।
বজ্রকণ্ঠ কনসার্টে পরিবেশনা ছিল, শিরোনামহীন, ওয়ারফেজ, লালন, ব্যান্ড। সবশেষে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। এককভাবে সংগীত পরিবেশন করেন শিল্পী মেহরীন।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
৬ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
৬ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
৯ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
১২ ঘণ্টা আগে