Ajker Patrika

শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে উত্তেজনা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২৩: ২৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার বেলা ৩টায় এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ফ্যাসিবাদী দলকে কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আগামীকালের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক ফেসবুক পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, ‘সেনাবাহিনী ও পুলিশ কোনো ঝামেলা সৃষ্টি করবে না, আন্তর্জাতিকভাবে তাঁরা এমনিতেই অনেক চাপে আছে। সবাই নির্ভয়ে আসুন।’

কর্মসূচির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আজকের পত্রিকাকে বলেন, ‘দখলদার, অসাংবিধানিক, অবৈধ ইউনূস সরকারকের হাত থেকে গণতান্ত্রিক, স্বাভাবিক মূল্যবোধ ফিরে পাওয়ার লক্ষ্যে ১০ নভেম্বরের কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। দুঃশাসন, নিপীড়নে দিন পার করছে মানুষ। গণতন্ত্র ফিরে এলে অবরুদ্ধ অবস্থা থেকে দেশ ও দেশের মানুষ পরিত্রাণ পাবে।’

এদিকে জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জড়ো হতে দেওয়া হবে না বলে সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে কোনো প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না তাদের।

তিনি বলেন, যারা গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে র‍্যালি, জমায়েত বা মিছিল করার চেষ্টা করবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করার কোনো প্রচেষ্টাকে সহ্য করবে না।

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ সমাবেশ বা গণজমায়েত করার জন্য এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো ধরনের অনুমতি চায়নি। অনুমতির বাইরে যেকোনো দল বেআইনিভাবে সমাবেশ করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত