ঢাবি প্রতিনিধি
ফ্যাসিবাদের দুঃসময় এবং দুঃশাসন থেকে পরিত্রাণের অন্যতম অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম—বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ‘তাঁর (নজরুল) কবিতা এবং গান আজও এত প্রাসঙ্গিক যে আজকের দিনে অধিকারহারা, গণতন্ত্রহারা, মত প্রকাশ ও কথা বলার স্বাধীনতাহারা, ভয় ও আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে, সেখানে যেন আমাদের কাছে এখনো উদ্দীপনার এবং প্রেরণার স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা যখন মিছিল করি, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন স্লোগান দিই, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন কারাগারে যাই, তখনও আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম।’
রিজভী আরও বলেন, ‘আমাদের এখন বিজয় অর্জন করতে হবে। ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে আমরা বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমাদের নেত্রী খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশে আসতে পারছেন না। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আজ হাজার হাজার নেতা-কর্মী কারাগারে বন্দী। গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরার জন্য আজ তারা বন্দী, তাদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলা। একটি স্বাধীন দেশ তো এমন হওয়ার কথা ছিল না। জোর করে এমন করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। এই দুঃসময় অতিক্রম করার জন্য, ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য আজকে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের প্রেরণা জোগায়, আমাদের উদ্দীপ্ত করে।’
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
ফ্যাসিবাদের দুঃসময় এবং দুঃশাসন থেকে পরিত্রাণের অন্যতম অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম—বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ‘তাঁর (নজরুল) কবিতা এবং গান আজও এত প্রাসঙ্গিক যে আজকের দিনে অধিকারহারা, গণতন্ত্রহারা, মত প্রকাশ ও কথা বলার স্বাধীনতাহারা, ভয় ও আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে, সেখানে যেন আমাদের কাছে এখনো উদ্দীপনার এবং প্রেরণার স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা যখন মিছিল করি, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন স্লোগান দিই, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন কারাগারে যাই, তখনও আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম।’
রিজভী আরও বলেন, ‘আমাদের এখন বিজয় অর্জন করতে হবে। ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে আমরা বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমাদের নেত্রী খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশে আসতে পারছেন না। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আজ হাজার হাজার নেতা-কর্মী কারাগারে বন্দী। গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরার জন্য আজ তারা বন্দী, তাদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলা। একটি স্বাধীন দেশ তো এমন হওয়ার কথা ছিল না। জোর করে এমন করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। এই দুঃসময় অতিক্রম করার জন্য, ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য আজকে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের প্রেরণা জোগায়, আমাদের উদ্দীপ্ত করে।’
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
১০ ঘণ্টা আগেনির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই অভিযোগের কথা জানান।
১১ ঘণ্টা আগেসামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এতে দেশের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
১৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচন নিয়ে কথা না বলে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে