নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একুশে আগস্টের গ্রেনেড হামলাটি ‘সাজানো নাটক’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগই সেই নাটকের সুবিধাভোগী বলে অভিযোগ তাঁর।
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত ‘একুশে আগস্টের চক্রান্তমূলক গ্রেনেড হামলা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একুশে আগস্ট ছিল সম্পূর্ণভাবে একটা সাজানো নাটক। এই সাজানো নাটকের ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। ওই ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই তারা আজকে এ ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’
বিএনপি মহাসচিবের মতে, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের একটি সোপান ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুদূরপ্রসারী একটা চক্রান্ত ছিল এটা। একুশে আগস্ট এবং এক এগারো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক এগারো ঘটানোর প্রাথমিক চক্রান্ত ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে একুশে আগস্ট সংঘটিত হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে, গণতন্ত্র লুট করেছে, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। তারা বেশি দিন ক্ষমতায় থাকলে এই জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। এ অবস্থায় তাদের প্রতিহত করতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে সেই গণ ঐক্য গড়ে উঠবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
একুশে আগস্টের গ্রেনেড হামলাটি ‘সাজানো নাটক’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগই সেই নাটকের সুবিধাভোগী বলে অভিযোগ তাঁর।
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত ‘একুশে আগস্টের চক্রান্তমূলক গ্রেনেড হামলা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একুশে আগস্ট ছিল সম্পূর্ণভাবে একটা সাজানো নাটক। এই সাজানো নাটকের ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। ওই ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই তারা আজকে এ ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’
বিএনপি মহাসচিবের মতে, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের একটি সোপান ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুদূরপ্রসারী একটা চক্রান্ত ছিল এটা। একুশে আগস্ট এবং এক এগারো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক এগারো ঘটানোর প্রাথমিক চক্রান্ত ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে একুশে আগস্ট সংঘটিত হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে, গণতন্ত্র লুট করেছে, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। তারা বেশি দিন ক্ষমতায় থাকলে এই জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। এ অবস্থায় তাদের প্রতিহত করতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে সেই গণ ঐক্য গড়ে উঠবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
৭ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১৩ ঘণ্টা আগে