নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এই দাবি জানান। পরে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ‘জীবন-দ্বীন-রাষ্ট্র ও গণতন্ত্রের স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
দলটির চেয়ারম্যান বলেন, খাদ্যদ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে জনগণের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে জনজীবন মারাত্মক সংকটাপন্ন করে তুলছে।
বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, সমন্বয়ক গোষ্ঠী ও অন্তর্বর্তী সরকার ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির রাষ্ট্রীয় প্রশ্রয় ও প্রমোট করে ইসলামের শান্তিময় মানবিক ধারা এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে। ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিনাশী এবং রাষ্ট্র ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র।
সমাবেশ শেষে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাওয়া দিলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়।
অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এই দাবি জানান। পরে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ‘জীবন-দ্বীন-রাষ্ট্র ও গণতন্ত্রের স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
দলটির চেয়ারম্যান বলেন, খাদ্যদ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে জনগণের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে জনজীবন মারাত্মক সংকটাপন্ন করে তুলছে।
বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, সমন্বয়ক গোষ্ঠী ও অন্তর্বর্তী সরকার ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির রাষ্ট্রীয় প্রশ্রয় ও প্রমোট করে ইসলামের শান্তিময় মানবিক ধারা এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে। ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিনাশী এবং রাষ্ট্র ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র।
সমাবেশ শেষে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাওয়া দিলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়।
বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক কর্মসূচিতে এ দাবি জানিয়েছে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো এই রাজনীতি করা হয়, তাহল
৮ ঘণ্টা আগেক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
১৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১ দিন আগে