কলকাতা প্রতিনিধি
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে বলেছেন, ‘বিএনপি হিন্দু বিরোধী, ভারত বিরোধী। তাই বিএনপির কর্মসূচি থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত থাকেন।’
আজ শনিবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদনে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ। সেখানেই তিনি বাংলাদেশের রংপুরে বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘২০২১ সালে দুর্গা পূজার সময় বিএনপি যে অশান্তি সৃষ্টি করেছিল তার প্রমাণ সরকারের কাছে আছে।’ এ সময় তিনি জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ বা বর্জন করার অধিকার আছে। তবে নির্বাচন প্রতিহত করার অধিকার কারও নেই।’ একই সঙ্গে তিনি গণতন্ত্রকে সুসংহত করতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন। বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয় নিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রেস ক্লাব, কলকাতায় আয়োজিত উৎসবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিকও উপস্থিত ছিলেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দো–বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘সীমানা পেরিয়ে আমরা বাঙালি’—শীর্ষক এক অনুষ্ঠানেও যোগ দেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিশিষ্ট সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, বাংলাদেশের কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং বাংলাদেশের চলচ্চিত্র তারকা জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র এই উৎসব। উৎসবে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’ এবং ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।
রাজনীতির সর্বশেষ খবর আরও পড়ুন:
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে বলেছেন, ‘বিএনপি হিন্দু বিরোধী, ভারত বিরোধী। তাই বিএনপির কর্মসূচি থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত থাকেন।’
আজ শনিবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদনে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ। সেখানেই তিনি বাংলাদেশের রংপুরে বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘২০২১ সালে দুর্গা পূজার সময় বিএনপি যে অশান্তি সৃষ্টি করেছিল তার প্রমাণ সরকারের কাছে আছে।’ এ সময় তিনি জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ বা বর্জন করার অধিকার আছে। তবে নির্বাচন প্রতিহত করার অধিকার কারও নেই।’ একই সঙ্গে তিনি গণতন্ত্রকে সুসংহত করতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন। বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয় নিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রেস ক্লাব, কলকাতায় আয়োজিত উৎসবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিকও উপস্থিত ছিলেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দো–বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘সীমানা পেরিয়ে আমরা বাঙালি’—শীর্ষক এক অনুষ্ঠানেও যোগ দেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিশিষ্ট সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, বাংলাদেশের কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং বাংলাদেশের চলচ্চিত্র তারকা জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র এই উৎসব। উৎসবে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’ এবং ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।
রাজনীতির সর্বশেষ খবর আরও পড়ুন:
আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব-একজন আরেকজনের। কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যেন আমরা না দাঁড়াই, যেখানে আমরা জনগণের এই (গুরুত্বপূর্ণ) ইস্যুগুলোকে, দেশের ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয়, এ দেশের সম্ভাবনা ত
৭ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশে ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে উল্লেখ করে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে পরাস্ত করা সম্ভব নয়।
৭ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। চলতি বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন...
১ দিন আগেযশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ দিন আগে