নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় গিয়ে সাংবাদিকদের কাছে রিজভী এ মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।
অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ড. ইউনূসের “ইউনূস গুডউইল” বলে একটা কথা আছে, সেই গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ংকর জুলাইয়ে যে নারকীয় গণহত্যা হয়েছে, সেই অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হয়ে যাবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়েছে। কিন্তু কাজের গতি যদি ধীর হয়, তাহলে তো এ দেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন প্রশ্নবিদ্ধ হবেন। আপনারা একটা বিপ্লবী সরকার। কিশোর বাচ্চাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবী কাঁপানো যে বিপ্লব হলো ৫ আগস্ট, আপনারা তার সরকার। ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে, লাঠিমিছিল করে, আর আপনারা যদি নিশ্চুপ থাকেন, এটা তো হতে পারে না।’ তিনি বলেন, সৈকতের মৃত্যুর ঘটনায় তাঁর পিতা একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ এখনো প্রধান আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।
জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় গিয়ে সাংবাদিকদের কাছে রিজভী এ মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।
অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ড. ইউনূসের “ইউনূস গুডউইল” বলে একটা কথা আছে, সেই গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ংকর জুলাইয়ে যে নারকীয় গণহত্যা হয়েছে, সেই অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হয়ে যাবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়েছে। কিন্তু কাজের গতি যদি ধীর হয়, তাহলে তো এ দেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন প্রশ্নবিদ্ধ হবেন। আপনারা একটা বিপ্লবী সরকার। কিশোর বাচ্চাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবী কাঁপানো যে বিপ্লব হলো ৫ আগস্ট, আপনারা তার সরকার। ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে, লাঠিমিছিল করে, আর আপনারা যদি নিশ্চুপ থাকেন, এটা তো হতে পারে না।’ তিনি বলেন, সৈকতের মৃত্যুর ঘটনায় তাঁর পিতা একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ এখনো প্রধান আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
৯ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১০ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১২ ঘণ্টা আগেসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করেন তিনি। পরে বিকেল ৪টার আগেই সেখানে পৌঁছান তিনি...
১৩ ঘণ্টা আগে