১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

চলমান আন্দোলন ও আগামী দিনের করণীয় নির্ধারণে মিত্র দল ও জোটগুলোর সঙ্গে আবারও বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ রোববার বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর এলডিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসে দলটি। 

বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান অংশ নেন। জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ অংশ নেন। 

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে প্রাসঙ্গিক সব আলোচনাই করেছি। এই আলোচনা করে দেশ এবং মানুষের যে দুর্ভোগ ও শঙ্কা তা লাঘবে আগামী দিনে কীভাবে অগ্রসর হব, সে নিয়ে আমরা আলোচনা করেছি। মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দল হিসেবে যা করা দরকার, আমরা তাই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত