Ajker Patrika

রমজানের আগে বিদ্যুতের দাম বাড়লে কর্মসূচি দেবে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪৭
রমজানের আগে বিদ্যুতের দাম বাড়লে কর্মসূচি দেবে বিএনপি: রিজভী

বিদ্যুতের দাম বাড়ালে এর প্রতিবাদে বিএনপি কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রমজানের আগে বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে। বিদ্যুতের দাম বাড়ালে বিএনপি এর প্রতিবাদে কর্মসূচি দেবে।’

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘এই সিদ্ধান্ত হবে অতীব নিষ্ঠুর। সামনে রমজান মাস, তার আগেই এই দাম বৃদ্ধি হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো। আমি বিএনপির পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রিজভী আরও বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি হলে এর চেইন রিঅ্যাকশনে জনসাধারণের ওপর বিরূপ প্রভাব পড়বে। কৃষিশিল্প, কলকারখানা গভীর সংকটে পড়বে। এমনিতেই বাজারে দ্রব্যমূল্য হু-হু করে বাড়ছে। মানুষ তার প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এর ওপরে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর চরম আঘাত আনবে।’

উল্লেখ্য, ডলারের বিপরীতে টাকার দরপতনের চাপ সামাল দিতে আগামী মার্চে পাইকারি ও ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ‘সামান্য’ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। খুচরা ও পাইকারি পর্যায়ে ৩ থেকে ৪ শতাংশ দাম বাড়ানো হতে পারে বলে সম্প্রতি তাঁর কথায় আভাস পাওয়া গেছে। এরই প্রতিক্রিয়া হিসেবে এসব মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত