ঢাকায় আ.লীগের কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে মায়া ও নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১: ৪৩
Thumbnail image

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী ঢাকায় ধারাবাহিক আন্দোলন করছে বিএনপি ও এর সমমনা দলগুলো। আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগও পাল্টা শান্তি সমাবেশ করছে। ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি সমন্বয়ে মহানগর দক্ষিণে সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও উত্তরে জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ বুধবার আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মির্জা আজম বলেন, ‘সামনে বিরোধী দলের আন্দোলন-সংগ্রাম আছে। সেখানে আমাদের করণীয় সম্পর্কে সমন্বয় করার জন্য তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের দুজনেরই রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সে কারণেই তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।’ 

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে বিএনপির কর্মসূচি মোকাবিলায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগকে আরও বেশি গতিশীল করার জন্য মায়া ও নানককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিকে জানানো হয়। তাঁরা দুজন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০১৯ সালে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সময় দক্ষিণের সভাপতি হন আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হন হুমায়ুন কবির। আর উত্তরের সভাপতি হন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হন এস এম মান্নান কচি। সেই সময় পূর্ণাঙ্গ কমিটি ও থানা কমিটি করার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে দক্ষিণের ও মুহাম্মদ ফারুক খানকে উত্তরের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। প্রায় এক বছর পরে ২০২০ সালের নভেম্বরে দুই মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। তবে এখনো থানা ও ওয়ার্ড কমিটি গঠন হয়নি। থানা ও ওয়ার্ড কমিটি না থাকায় বিরোধী আন্দোলন মোকাবিলায় কর্মী সমাগম কম হচ্ছে। 

মির্জা আজম বলেন, ‘ওনাদের কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বে তো তাঁরা আছেন। কিন্তু এখনো সেটা হয়নি (থানা ও ওয়ার্ড)। আর আন্দোলনের অভিজ্ঞতা তো সবার নেই। তাই ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত