নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ-আপনাদের সহকর্মী হিসেবে এটি আমার অনুরোধ। আপনাদের নেতা হিসেবে এটি আমার নির্দেশ–আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, দেশনায়ক, রাষ্ট্রনায়ক— এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সঙ্গে।’
সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশটা আমাদের সবার। আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি, একটু সহনশীল হই, একটু করে চেষ্টা করি, আমরা ভাল কিছু করতে সক্ষম হবো।’
আগামী দিনের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমি মনে করি বিএনপি সুযোগ পেলে আমরা কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। তবে বাস্তব বিবেচনা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে, আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারব না। আপনি-আমি করতে পারব না।’
তারেক রহমান বলেন, ‘বিষয় একটাই- আমরা দেশকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ভাল কিছু করতে চাই। বিএনপি এমন একটি দল, যারা দেশ পরিচালনা করেছে। হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি। আবার অনেক কিছু কিন্তু করেছি আমরা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করেছি। বাংলাদেশে শিল্পের যুগ, সেটা বিএনপির সময়ই সূচিত হয়েছে।’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে এক কর্মশালায় বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষকে বোঝান, মানুষকে বলুন যে, মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ গড়তে চাই।’
নিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ-আপনাদের সহকর্মী হিসেবে এটি আমার অনুরোধ। আপনাদের নেতা হিসেবে এটি আমার নির্দেশ–আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, দেশনায়ক, রাষ্ট্রনায়ক— এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সঙ্গে।’
সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশটা আমাদের সবার। আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি, একটু সহনশীল হই, একটু করে চেষ্টা করি, আমরা ভাল কিছু করতে সক্ষম হবো।’
আগামী দিনের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমি মনে করি বিএনপি সুযোগ পেলে আমরা কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। তবে বাস্তব বিবেচনা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে, আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারব না। আপনি-আমি করতে পারব না।’
তারেক রহমান বলেন, ‘বিষয় একটাই- আমরা দেশকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ভাল কিছু করতে চাই। বিএনপি এমন একটি দল, যারা দেশ পরিচালনা করেছে। হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি। আবার অনেক কিছু কিন্তু করেছি আমরা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করেছি। বাংলাদেশে শিল্পের যুগ, সেটা বিএনপির সময়ই সূচিত হয়েছে।’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে এক কর্মশালায় বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষকে বোঝান, মানুষকে বলুন যে, মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ গড়তে চাই।’
অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন
১২ ঘণ্টা আগেনিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কাল শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার অভি
১৪ ঘণ্টা আগেজাতীয় সংসদে নারীদের জন্য কোনো সংরক্ষিত আসন দেখতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে