'এ দেশে কেউ নিরাপদ নয়'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২১, ১৪: ১৭

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমার মাঝে মাঝেই মনে হয় আসলে কি আওয়ামী লীগ দেশ চালায়? কে দেশ চালায়? এটা বুঝতে পারি না, কার ইঙ্গিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে।'

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর বাসায় যান মির্জা ফখরুল। সেখানে ইলিয়াস আলীর পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেন।

বিএনপি মহাসচিব বলেন, 'যে দলটি (আ. লীগ) দীর্ঘকাল সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, সেই দলটির হাতেই গত এক যুগ ধরে দেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, তা ধারণার বাইরে।'

তিনি বলেন, 'বাংলাদেশে গুম হয়ে যাওয়ার ঘটনা পরিচিত ছিলো না। আওয়ামী লীগ আসার পর থেকেই দেশে 'গুম' নামক শব্দটি চালু হয়েছে। এর আগে ১৯৭২ থেকে ১৯৭৫ সালেও এ ধরণের ঘটনা ঘটেছে। তখনও আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো।'

'এ দেশে কেউ নিরাপদ নয়' -এমন মন্তব্য করে ফখরুল বলেন, 'রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে চলে গেছে যে, রাজনৈতিক ব্যক্তিত্বও বটেই, সাধারণ মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারকে এগুলো বন্ধ করতে হবে।'

সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীসহ গুম হয়ে যাওয়া সব নেতাকর্মীদেরকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, 'রাজনৈতিক কারণে একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার ঘটনা দুঃখজনক। ইলিয়াস আলীর সন্তানরা কিছুই জানে না। বাবার জন্য কুলখানি করবে নাকি কবরের পাশে গিয়ে জিয়ারত করবে, তাঁরা কিছুই জানে না।'

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত