বিজ্ঞান ডেস্ক
সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা সেল রিপোর্টে মস্তিষ্কে স্বপ্নের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা। তারা দীর্ঘদিন স্বপ্ন নিয়ে কাজ করেছেন। এই বিজ্ঞানীরা জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। স্বপ্ন বিষয়ক এই গবেষণায় তারা রেফারেন্স হিসেবে বেছে নিয়েছেন ইঁদুর।
এই গবেষকেরা দেখেছেন স্বপ্ন দেখার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়। রেম ঘুমের সময় মূলত মানুষ স্বপ্ন দেখে। এই সময় চোখের মণির অনবরত মুভমেন্ট ঘটে থাকে।
মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির জন্য বেশ দরকারি। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম ঘুমের সময় এই অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির পরিমাণ বেড়ে যায়। অ্যাডেনোসিন এ২এ রিসেপ্টর এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মানেই হলো মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়া।
আলঝেইমারস চিকিৎসার নিরাময়ে এই গবেষণার বিশেষ প্রভাব আছে। ঘুমের সময় মস্তিষ্ক কীভাবে কাজ করে সেটা বুঝতে সাহায্য করবে এই গবেষণা। মানুষের স্বপ্ন দেখার প্রক্রিয়া আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই গবেষণা।
সুকুবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি কৌশল অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা চালান। এর ফলে তারা মস্তিষ্কে রক্তের লাল রক্ত কণিকার প্রবাহ দৃশ্যমান করে তোলেন। মস্তিষ্কে লাল রক্ত কণিকার প্রবাহের সঙ্গে মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির সম্পর্ক রয়েছে। এই বিশেষ প্রযুক্তির নাম টু ফোটোন মাইক্রোস্কপি।
এই গবেষণার নেতৃত্ব দেন প্রফেসর ইউ হায়াশি। নিউ কর্টেক্স এলাকার ক্যাপিলারির লাল রক্ত কণিকা প্রবাহ পরিমাপ করেছেন প্রফেসর ইউ হায়াশি আর তার দল।
এ ছাড়া তারা পুরো এই প্রক্রিয়ার ভিডিও ইমেজ প্রদর্শন করেছেন। এটি তারা করেছেন টু ফোটোন মাইক্রোস্কপির সাহায্যে।
রেম ঘুম, ননরেম ঘুম এবং জাগ্রত অবস্থায় মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহে পরিবর্তন হয়ে থাকে। দেখা যায় রেম ঘুমের সময় লাল রক্ত কণিকার প্রবাহ ছিল বেশি কিন্তু ননরেম এবং জাগ্রত অবস্থায় এটা অত বেশি ছিল না। আর ননরেম এবং জাগ্রত অবস্থার সময় একই রকম বিদ্যুৎ প্রবাহ ছিল। এই যে নিউ কর্টেক্স বা সেরেব্রাল এলাকার বিদ্যুৎ প্রবাহ এটি এডিনোসিন এ২এ রিসেপ্টরের মাধ্যমে প্রবাহিত হয়।
যখন এই রেম ঘুমের সময় বিদ্যুৎ প্রবাহ বা রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় তখন আলঝেইমারস ডিজিজ হয়ে থাকে। এই সময় মস্তিষ্কে রিফ্রেশিং হয়ে থাকে। এভাবে মস্তিষ্ককে রিফ্রেশ করা, মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা প্রভৃতি বিষয়ে স্বপ্ন তথা রেম ঘুমের প্রয়োজন রয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা সেল রিপোর্টে মস্তিষ্কে স্বপ্নের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা। তারা দীর্ঘদিন স্বপ্ন নিয়ে কাজ করেছেন। এই বিজ্ঞানীরা জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। স্বপ্ন বিষয়ক এই গবেষণায় তারা রেফারেন্স হিসেবে বেছে নিয়েছেন ইঁদুর।
এই গবেষকেরা দেখেছেন স্বপ্ন দেখার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়। রেম ঘুমের সময় মূলত মানুষ স্বপ্ন দেখে। এই সময় চোখের মণির অনবরত মুভমেন্ট ঘটে থাকে।
মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির জন্য বেশ দরকারি। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম ঘুমের সময় এই অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির পরিমাণ বেড়ে যায়। অ্যাডেনোসিন এ২এ রিসেপ্টর এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মানেই হলো মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়া।
আলঝেইমারস চিকিৎসার নিরাময়ে এই গবেষণার বিশেষ প্রভাব আছে। ঘুমের সময় মস্তিষ্ক কীভাবে কাজ করে সেটা বুঝতে সাহায্য করবে এই গবেষণা। মানুষের স্বপ্ন দেখার প্রক্রিয়া আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই গবেষণা।
সুকুবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি কৌশল অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা চালান। এর ফলে তারা মস্তিষ্কে রক্তের লাল রক্ত কণিকার প্রবাহ দৃশ্যমান করে তোলেন। মস্তিষ্কে লাল রক্ত কণিকার প্রবাহের সঙ্গে মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির সম্পর্ক রয়েছে। এই বিশেষ প্রযুক্তির নাম টু ফোটোন মাইক্রোস্কপি।
এই গবেষণার নেতৃত্ব দেন প্রফেসর ইউ হায়াশি। নিউ কর্টেক্স এলাকার ক্যাপিলারির লাল রক্ত কণিকা প্রবাহ পরিমাপ করেছেন প্রফেসর ইউ হায়াশি আর তার দল।
এ ছাড়া তারা পুরো এই প্রক্রিয়ার ভিডিও ইমেজ প্রদর্শন করেছেন। এটি তারা করেছেন টু ফোটোন মাইক্রোস্কপির সাহায্যে।
রেম ঘুম, ননরেম ঘুম এবং জাগ্রত অবস্থায় মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহে পরিবর্তন হয়ে থাকে। দেখা যায় রেম ঘুমের সময় লাল রক্ত কণিকার প্রবাহ ছিল বেশি কিন্তু ননরেম এবং জাগ্রত অবস্থায় এটা অত বেশি ছিল না। আর ননরেম এবং জাগ্রত অবস্থার সময় একই রকম বিদ্যুৎ প্রবাহ ছিল। এই যে নিউ কর্টেক্স বা সেরেব্রাল এলাকার বিদ্যুৎ প্রবাহ এটি এডিনোসিন এ২এ রিসেপ্টরের মাধ্যমে প্রবাহিত হয়।
যখন এই রেম ঘুমের সময় বিদ্যুৎ প্রবাহ বা রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় তখন আলঝেইমারস ডিজিজ হয়ে থাকে। এই সময় মস্তিষ্কে রিফ্রেশিং হয়ে থাকে। এভাবে মস্তিষ্ককে রিফ্রেশ করা, মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা প্রভৃতি বিষয়ে স্বপ্ন তথা রেম ঘুমের প্রয়োজন রয়েছে।
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
১৩ ঘণ্টা আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৩ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৯ দিন আগে