অনলাইন ডেস্ক
প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ‘খুব অল্প অর্থ–সম্পদ’ নিয়েও উন্নত ধনী দেশের মানুষের মতোই সুখী। নতুন এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। ‘টাকা দিয়ে সুখ কেনা যায়’—এই বহুল প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে নতুন বৈজ্ঞানিক গবেষণাটি।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা বিশ্বব্যাপী ১৯টি আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ২ হাজার ৯৬৬ জন মানুষের সাক্ষাৎকার নেন। গবেষকেরা দেখেছেন, প্রত্যন্ত ও অনুন্নত এলাকায় বসবাসকারী এই মানুষগুলো উচ্চ আয়ের পশ্চিমা বিশ্বের মানুষের চেয়ে বেশি না হলেও কোনোভাবেই কম সুখী নয়।
ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের (পিএসএএস) বৈজ্ঞানিক জার্নাল প্রসিডিংয়ে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। গবেষণাপত্রের প্রধান লেখক এরিক গালব্রেথ বলেন, আশ্চর্যজনকভাবে, কম আয়ের অনেক মানুষের জীবন নিয়ে সন্তুষ্টি উচ্চ পর্যায়ে থাকে, আর এই সন্তুষ্টির স্কোর ধনী দেশগুলোর মতোই। এই বৈচিত্র্যময় সম্প্রদায়ের জীবন কীসে পরিতৃপ্ত হয় সে সম্পর্কে আরও জানার মাধ্যমে, সংকটগুলো চিহ্নিত করে আরও অনেক মানুষকে অধিকতর সন্তোষজনক জীবনযাপনের উপায় বাতলে দেওয়া যেতে পারে।
ইউনিভার্সিটাট অটোনোমা ডি বার্সেলোনার ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইসিটিএ–ইউএবি) গবেষণায়, ১৯টি বিচ্ছিন্ন সম্প্রদায়ের লোকেরা জীবন নিয়ে সন্তুষ্টির স্কোরে ১০–এর গড়ে ৬ দশমিক ৮ পেয়েছে। যেখানে তাদের মাথাপিছু বার্ষিক আয় ১ হাজার ডলারেরও কম। উচ্চ আয়ের দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত দেশগুলোর গড় স্কোর ৬ দশমিক ৭।
মন্ট্রিলের আইসিটিএ–ইউএবি ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক গালব্রেথ বলেন, চারটি ছোট সম্প্রদায়ের সুখের গড় স্কোর ৮–এর বেশি, যা ওইসিডি গবেষণায় সর্বোচ্চ রেটিংয়ের দেশ ফিনল্যান্ডের চেয়েও বেশি। ফিনল্যান্ডের সুখের গড় স্কোর ৭ দশমিক ৯।
এই চারটি সম্প্রদায় হলো—আর্জেন্টিনার কোল্লা আতাকামেনা (৮), প্যারাগুয়ের পাই তাভিতেরা বা গুয়ারানি (৮ দশমিক ২), ব্রাজিলের রিবেরিনহোস (৮ দশমিক ৪) এবং গুয়াতেমালার পশ্চিম উচ্চভূমির কৃষিজীবী সম্প্রদায় (৮ দশমিক ৬)।
ওয়েস্টার্ন হাইল্যান্ডে সাক্ষাৎকার নেওয়া ৭০ জনের মধ্যে ৩০ জনকে তাঁদের জীবন নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাঁরা ১০–এ ১০ পেয়েছেন। ওয়েস্টার্ন হাইল্যান্ডস সম্প্রদায়ের গড় মাথাপিছু সম্পদের পরিমাণ ৫৬০ ডলার (৪৫০ ইউরো) সমমূল্যের। যেখানে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওনস) মতে, এটি গ্রেট ব্রিটেনে মাথাপিছু গড় সম্পদ ৩ লাখ ৫ হাজার ইউরোর সমান।
ইউকে পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ‘সম্পদের অসম বণ্টন’–এর কারণে ব্রিটেনে সম্পদের গড় সব সময় মধ্যকের (১ লাখ ২৫ হাজার পাউন্ড) চেয়ে বেশি হয়।
আইসিটিএ–ইউএবি প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার ফলাফলগুলো সুখ সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ এই গবেষণা দৃঢ়ভাবে প্রমাণ করে, মানসিকভাবে ভালো থাকার জন্য অনেক বেশি সম্পদের দরকার নেই।
তবে আইসিটিএ–ইউএবির গবেষক ভিক্টোরিয়া রেয়েস গার্সিয়া বলেন, ‘আয় ও জীবন নিয়ে সন্তুষ্টির মধ্যে যে দৃঢ় সম্পর্ক দেখা যায় তা সর্বজনীন নয়। এই গবেষণা প্রমাণ করে, শিল্পোন্নত অর্থনীতিতে যে পরিমাণে সম্পদ উৎপাদিত হয় তা সুখী হওয়ার জন্য জরুরি নয়।
প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ‘খুব অল্প অর্থ–সম্পদ’ নিয়েও উন্নত ধনী দেশের মানুষের মতোই সুখী। নতুন এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। ‘টাকা দিয়ে সুখ কেনা যায়’—এই বহুল প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে নতুন বৈজ্ঞানিক গবেষণাটি।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা বিশ্বব্যাপী ১৯টি আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ২ হাজার ৯৬৬ জন মানুষের সাক্ষাৎকার নেন। গবেষকেরা দেখেছেন, প্রত্যন্ত ও অনুন্নত এলাকায় বসবাসকারী এই মানুষগুলো উচ্চ আয়ের পশ্চিমা বিশ্বের মানুষের চেয়ে বেশি না হলেও কোনোভাবেই কম সুখী নয়।
ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের (পিএসএএস) বৈজ্ঞানিক জার্নাল প্রসিডিংয়ে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। গবেষণাপত্রের প্রধান লেখক এরিক গালব্রেথ বলেন, আশ্চর্যজনকভাবে, কম আয়ের অনেক মানুষের জীবন নিয়ে সন্তুষ্টি উচ্চ পর্যায়ে থাকে, আর এই সন্তুষ্টির স্কোর ধনী দেশগুলোর মতোই। এই বৈচিত্র্যময় সম্প্রদায়ের জীবন কীসে পরিতৃপ্ত হয় সে সম্পর্কে আরও জানার মাধ্যমে, সংকটগুলো চিহ্নিত করে আরও অনেক মানুষকে অধিকতর সন্তোষজনক জীবনযাপনের উপায় বাতলে দেওয়া যেতে পারে।
ইউনিভার্সিটাট অটোনোমা ডি বার্সেলোনার ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইসিটিএ–ইউএবি) গবেষণায়, ১৯টি বিচ্ছিন্ন সম্প্রদায়ের লোকেরা জীবন নিয়ে সন্তুষ্টির স্কোরে ১০–এর গড়ে ৬ দশমিক ৮ পেয়েছে। যেখানে তাদের মাথাপিছু বার্ষিক আয় ১ হাজার ডলারেরও কম। উচ্চ আয়ের দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত দেশগুলোর গড় স্কোর ৬ দশমিক ৭।
মন্ট্রিলের আইসিটিএ–ইউএবি ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক গালব্রেথ বলেন, চারটি ছোট সম্প্রদায়ের সুখের গড় স্কোর ৮–এর বেশি, যা ওইসিডি গবেষণায় সর্বোচ্চ রেটিংয়ের দেশ ফিনল্যান্ডের চেয়েও বেশি। ফিনল্যান্ডের সুখের গড় স্কোর ৭ দশমিক ৯।
এই চারটি সম্প্রদায় হলো—আর্জেন্টিনার কোল্লা আতাকামেনা (৮), প্যারাগুয়ের পাই তাভিতেরা বা গুয়ারানি (৮ দশমিক ২), ব্রাজিলের রিবেরিনহোস (৮ দশমিক ৪) এবং গুয়াতেমালার পশ্চিম উচ্চভূমির কৃষিজীবী সম্প্রদায় (৮ দশমিক ৬)।
ওয়েস্টার্ন হাইল্যান্ডে সাক্ষাৎকার নেওয়া ৭০ জনের মধ্যে ৩০ জনকে তাঁদের জীবন নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাঁরা ১০–এ ১০ পেয়েছেন। ওয়েস্টার্ন হাইল্যান্ডস সম্প্রদায়ের গড় মাথাপিছু সম্পদের পরিমাণ ৫৬০ ডলার (৪৫০ ইউরো) সমমূল্যের। যেখানে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওনস) মতে, এটি গ্রেট ব্রিটেনে মাথাপিছু গড় সম্পদ ৩ লাখ ৫ হাজার ইউরোর সমান।
ইউকে পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ‘সম্পদের অসম বণ্টন’–এর কারণে ব্রিটেনে সম্পদের গড় সব সময় মধ্যকের (১ লাখ ২৫ হাজার পাউন্ড) চেয়ে বেশি হয়।
আইসিটিএ–ইউএবি প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার ফলাফলগুলো সুখ সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ এই গবেষণা দৃঢ়ভাবে প্রমাণ করে, মানসিকভাবে ভালো থাকার জন্য অনেক বেশি সম্পদের দরকার নেই।
তবে আইসিটিএ–ইউএবির গবেষক ভিক্টোরিয়া রেয়েস গার্সিয়া বলেন, ‘আয় ও জীবন নিয়ে সন্তুষ্টির মধ্যে যে দৃঢ় সম্পর্ক দেখা যায় তা সর্বজনীন নয়। এই গবেষণা প্রমাণ করে, শিল্পোন্নত অর্থনীতিতে যে পরিমাণে সম্পদ উৎপাদিত হয় তা সুখী হওয়ার জন্য জরুরি নয়।
প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেট সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণে সমর্থ হয়েছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত কেউ মৃত্যুর পর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে আবারও বেঁচে উঠেছেন এমন নজির নেই। এমনকি এ রকম ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। কিংস কলেজ লন্ডনের নিউরোসায়েন্সের অধ্যাপক ক্লাইভ কোয়েন এই ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।
১৫ ঘণ্টা আগেজে-০৪১০-০১৩৯ নামের এই ব্ল্যাক হোলটির ভর সূর্যের ভরের প্রায় ৭০ কোটি গুণ। এটি এ পর্যন্ত আবিষ্কৃত অন্যতম প্রাচীন ব্ল্যাক হোল। নাসার চন্দ্র অবজারভেটরি এবং চিলির ভেরি লার্জ টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে। এটি শিশু মহাবিশ্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে।
১ দিন আগেপ্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেটকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় সকালে কেপ ক্যানাভেরাল থেকে ‘নিউ গ্লেন’ রকেটটি উৎক্ষেপিত হয়। এটি মহাকাশ বাণিজ্য নতুন দিগন্তের সূচনা করছে।
১ দিন আগে