Ajker Patrika

আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন প্রোটিয়া তারকা, কারণ কী

ক্রীড়া ডেস্ক    
আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন রাবাদা। ছবি: এক্স
আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন রাবাদা। ছবি: এক্স

আইপিএলের মাঝপথেই ধাক্কা খেল গুজরাট টাইটান্স। দলটির হয়ে পুরো মৌসুম খেলার কথা ছিল কাগিসো রাবাদার। কিন্তু দুই ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি। ফিরবেন কবে তা জানানো হয়নি।

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছে গুজরাট। সেই ম্যাচে খেলেননি রাবাদা। এর পেছনে ব্যক্তিগত কারণের কথাই বলেছিলেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। তাই কেবল তিন বিদেশি নিয়েই খেলতে নামে গুজরাট।

এক বিবৃতিতে গুজরাট জানায়, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা।’

নিলাম থেকে এবার ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে রাবাদাকে দলে ভেড়ায় গুজরাট। যদিও প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই প্রোটিয়া পেসার। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪১ রান খরচে নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও তাঁর শিকার এক উইকেট, তবে বিলিয়ে দেন ৪২ রান।

নিয়মিত একাদশে থাকা জস বাটলার, শেরফান রাদারফোর্ড ও রশিদ খানের বাইরে গুজরাটে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন গ্লেন ফিলিপস ও জেরাল্ড কুটসিয়া। দুজনই এখনো খেলার সুযোগ পাননি এবারের আসরে। কুটসিয়া অবশ্য চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি।

তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চারে আছেন গুজরাট। পরের ম্যাচে আগামী ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

ট্রাম্পের শুল্কে বাংলাদেশের সর্বনাশ, ভারতসহ যাদের পৌষ মাস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত