ক্রীড়া ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর লাল বলের সিরিজ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরবে বাংলাদেশ দল। নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হোম সিরিজ বলেই যেন একটু চিন্তিত নির্বাচকেরা। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ খেলে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে তারা। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ছুটিতে থাকায় লিটন দাসকে রাখা হয়নি প্রথম টেস্টের দলে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, হোমে দলের নখদন্তহীন টেস্ট পারফরম্যান্সের কথা বিবেচনা করেই অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গঠন করেছেন তাঁরা। ভিডিও বার্তায় লিপু বলেন, ‘গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।’
তিন ওপেনার, তিন স্পিনার এবং ৪ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কনকাশনের বিষয়টি মাথায় রেখে এমন দল দেওয়া করা হয়েছে বললেন লিপু, ‘কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরনের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে, সেখানেও একজন রাখে। সে কারণে আমাদের স্কোয়াডটা ১৫ জনের করেছি।’
লিটন না থাকায় ছয় বা সাতে কাকে বিবেচনা করা হবে? লিপুর মতে, এ নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। জাকের আলী অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে কাউকে বেছে নিতে হবে। দুজনেই টেস্টে নতুন। প্রধান নির্বাচক বললেন, ‘৬ বা ৭ এ লিটন দাস না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে; পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চার পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর লাল বলের সিরিজ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরবে বাংলাদেশ দল। নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হোম সিরিজ বলেই যেন একটু চিন্তিত নির্বাচকেরা। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ খেলে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে তারা। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ছুটিতে থাকায় লিটন দাসকে রাখা হয়নি প্রথম টেস্টের দলে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, হোমে দলের নখদন্তহীন টেস্ট পারফরম্যান্সের কথা বিবেচনা করেই অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গঠন করেছেন তাঁরা। ভিডিও বার্তায় লিপু বলেন, ‘গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।’
তিন ওপেনার, তিন স্পিনার এবং ৪ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কনকাশনের বিষয়টি মাথায় রেখে এমন দল দেওয়া করা হয়েছে বললেন লিপু, ‘কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরনের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে, সেখানেও একজন রাখে। সে কারণে আমাদের স্কোয়াডটা ১৫ জনের করেছি।’
লিটন না থাকায় ছয় বা সাতে কাকে বিবেচনা করা হবে? লিপুর মতে, এ নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। জাকের আলী অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে কাউকে বেছে নিতে হবে। দুজনেই টেস্টে নতুন। প্রধান নির্বাচক বললেন, ‘৬ বা ৭ এ লিটন দাস না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে; পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চার পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’
লাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৮ মিনিট আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৪১ মিনিট আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
২ ঘণ্টা আগে