স্মিথের রেকর্ড সেঞ্চুরির দিন আরও বিপদে ভারত

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৪০
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫৫
Thumbnail image
বিরাট কোহলিকে ফিরিয়ে স্কট বোল্যান্ডের উচ্ছ্বাস। ছবি: ক্রিকইনফো

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ছন্দে আছেন স্টিভ স্মিথ। টানা দুই টেস্টে করেছেন সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১১ সেঞ্চুরির কীর্তিটা গড়ে ফেললেন আজ। অজি ক্রিকেটারের রেকর্ড গড়ার দিনে বড্ড বিপদে পড়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

স্মিথের রেকর্ড সেঞ্চুরির দিন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের পাহাড় গড়েছে। ব্যাটিংয়ে নেমে ভারত সাবলীলভাবে খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৫ উইকেটে ১৬৪ রানে আজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা ৬ ও ৪ রানে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩১১ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্মিথ তাঁর টেস্ট ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি পেয়েছেন ১৬৭ বলে। সপ্তম উইকেটে প্যাট কামিন্সের সঙ্গে ১১২ রানের জুটি গড়তে অবদান রাখেন স্মিথ। ১০৫তম ওভারের প্রথম বলে কামিন্সকে ফিরিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

৬৩ বলে ৭ চারে ৪৯ রান করা কামিন্সের বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৪১১ রান। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন স্মিথ। স্টার্ককে ফিরিয়ে এই জুটিও ভাঙেন জাদেজা। স্টার্ক-স্মিথের জুটি ভাঙার পরই অস্ট্রেলিয়ার লেজ গুটিয়ে যায় তাড়াতাড়ি। ১৯ রানে শেষ ২ উইকেট হারিয়ে ৪৭৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। নাথান লায়নকে এলবিডব্লিউ করে অজিদের ইনিংসের ইতি টেনেছেন জসপ্রীত বুমরা।

লায়নের বিদায়ের আগে স্মিথের আউটটা ছিল অদ্ভুতুড়ে। ১১৫তম ওভারের প্রথম বলে আকাশ দীপকে উইকেট থেকে বেরিয়ে খেলতে যান স্মিথ। বল স্মিথের ব্যাটে লেগে পায়ের নিচের অংশে লাগার পর তিন বার পিচে ড্রপ খেয়ে স্টাম্পকে আঘাত হানে। বল কোথায়, কীভাবে যাচ্ছে-তা দেখতে দেখতেই বোল্ড স্মিথ। অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ ১৪০ রান করেন তিনি। ১৯৭ বলের ইনিংসে মারেন ১৩ চার ও ৩ ছক্কা। ভারতের বুমরা নিয়েছেন ৪ উইকেট। জাদেজা, আকাশ ও ওয়াশিংটন নিয়েছেন ৩,২ ও ১ উইকেট।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের প্রথম বলে কামিন্সের অনেক বাইরের বল টেনে মারতে যান রোহিত শর্মা। মিড অনে সহজ ক্যাচ ধরেন স্কট বোল্যান্ড। ধুঁকতে থাকা রোহিত করেছেন ৩ রান। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন যশস্বী জয়সওয়াল। সাবলীলভাবে এগোতে থাকা জুটিটি ভাঙেন কামিন্স। ১৫তম ওভারের শেষ বলে রাহুলকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন কামিন্স। ৪২ বলে ৩ চারে ২৪ রান করেন রাহুল।

৫১ রানে ২ উইকেট পড়ার পর ভারতের হাল ধরেন কোহলি ও জয়সওয়াল। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার গড়েন ১০২ রানের জুটি। সাবলীলভাবে এগোতে থাকা ভারত যে এরপর হোঁচট খেয়েছে, তাতে দায়টা জয়সওয়ালের।৪১তম ওভারের শেষ বলে বোল্যান্ডকে মিড অনে ঠেলে দৌড় শুরু করেন জয়সওয়াল। তবে নন স্ট্রাইকপ্রান্তে দাঁড়িয়ে থাকা কোহলি সাড়া দেননি। জয়সওয়াল তাতে রান আউটের ফাঁদে কাঁটা পড়েছেন। ১১৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮২ রান করেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।

জয়সওয়াল ফেরার পর ভারতের স্কোর ৩ উইকেটে ১৫৩ রান থেকে ৫ উইকেটে ১৫৫ রানে পরিণত হয়। কোহলি, আকাশকে দ্রুত ফিরিয়েছেন বোল্যান্ড। যেখানে ৪৩তম ওভারের প্রথম বলে বোল্যান্ডকে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কোহলি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হয়েছেন। ভারতীয় এই ব্যাটার করেন ৩৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত