নিঃশব্দে আইপিএল খেলতে চলে গেলেন সাকিব

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৬: ১৪
Thumbnail image

‘এয়ারপোর্টে আসেন, আমি চলে যাচ্ছি।’ বিসিবির লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খানকে হঠাৎ ফোন করে এ কথা বলে ভারতে চলে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ইউএস–বাংলার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কলকাতার উদ্দেশে যাত্রা করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন তিনি।

আইপিএল খেলার জন্য শ্রীলংকা সফরে না যাওয়ায় বিসিবি ও সাকিব কয়েকদিন ধরে মুখোমুখি অবস্থানে। কিছুদিন আগে এক গণমাধ্যমের লাইভ অনুষ্ঠানে বোর্ড নেতাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সাকিব। এর বেশ কিছুদিন থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ একাধিক কর্মকর্তা বলে আসছিলেন, ‘সাকিব টেস্ট খেলতে চায় না।’ কিন্তু সাকিব তাঁর চিঠিতে কোথাও এমন কথা লিখেননি। সাকিব লিখেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তার আইপিএল খেলাটা জরুরি। এ বিতর্কে মাশারাফিও সাকিবের পক্ষ নেন।

যুক্তরাষ্ট্রে বসে এই সাক্ষাৎকার দেয়ার পর সাকিব আর কোন গণমাধ্যমের সাথে কথা বলেননি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মিরপুরে অনুশীলন করলেও গণমাধ্যমে টু–শব্দও করেননি। তবে গতকাল বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করেন সাকিব।

আগামী ১১ এপ্রিল আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ টাকা। টানা ৭ বছর ধরে নাইট রাইডার্সে খেলছেন সাকিব। দুই মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব এক মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত