Ajker Patrika

বয়সভিত্তিক ফুটবলেই প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির পরিকল্পনা বাফুফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বয়সভিত্তিক ফুটবলেই প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির পরিকল্পনা বাফুফের। ছবি: বাফুফে
বয়সভিত্তিক ফুটবলেই প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির পরিকল্পনা বাফুফের। ছবি: বাফুফে

এক যুগ আগে শুরুটা হয়েছিল জামাল ভূঁইয়াকে দিয়ে। তবে সেই পালে নতুন করে হাওয়া লেগেছে হামজা চৌধুরীর রাজসিক আগমনে। তাঁর আগমনে দেশের ফুটবল নিয়ে সমর্থকদের মধ্যে বেড়েছে উন্মাদনা। ঝোঁক বাড়ছে প্রবাসী ফুটবলারদের নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে) এ নিয়ে রয়েছে বিস্তর পরিকল্পনা।

আগামী জুনে ট্রায়াল দিতে বাংলাদেশে আসার কথা রয়েছে ৩০ বা তারও বেশি প্রবাসী ফুটবলারের। তাঁদের প্রত্যেকেরই বয়স ১৭-২০ বছরের মধ্যে। বাফুফে চাইছে, আগে বয়সভিত্তিক দলে তাঁদের অন্তর্ভুক্ত করতে। তবে সম্ভাবনা রয়েছে জাতীয় দলে খেলারও। এমনটাই জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম চৌধুরী।

আজকের পত্রিকাকে ফাহাদ বলেন, ‘বাইরে অনেক প্রবাসী ফুটবলাররা আছে, যারা এর আগে সুযোগ পেত না কিংবা যোগাযোগ করা হতো না। আমরা চেষ্টা করছি একটা ভালো পুল অব প্লেয়ার আনতে। এ নিয়ে আমি নিজ থেকেই যোগাযোগ করেছি। তাদের নিয়ে আমরা এক দিন নয়, তিন থেকে পাঁচ দিনের একটি ট্রায়াল করব। আমাদের ৩০ জনের বেশি প্রবাসী ফুটবলারের একটি পুল হয়েছে।’

জুনেই দেখা যেতে পারে প্রবাসী ফুটবলারদের মেলা। ফাহাদ বলেন, ‘২৫ জুনের পর তারা আসতে চাচ্ছে। আশা করি সবাই আসবে, তবু হয়তো সংখ্যাটা একটু কমতে পারে। তবে ট্রায়ালের পরিকল্পনা করবে টেকনিক্যাল বিভাগ। তাদের পরিকল্পনা সভাপতি (তাবিথ আউয়াল) অনুমোদন দিলে আমি সেই ফুটবলারদের ট্রায়ালের জন্য আসতে বলব। তাদের মধ্যে কারও যদি সম্ভাবনা থাকে, তাহলে আমরা বয়সভিত্তিক দলে নেওয়ার প্রস্তাব করব। আবার যদি দেখি কেউ অবিশ্বাস্য রকমের ভালো এবং জাতীয় দলে খেলার জন্য উপযোগী, তাদের জাতীয় দলের ক্যাম্পে পাঠাব। অবশ্য এটা কোচের ব্যাপার।’

বয়সভিত্তিক দলের পাশাপাশি জাতীয় দলের জন্যও খোঁজ চালিয়ে যাচ্ছে বাফুফে। কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সমিত সোমকে নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে বাংলাদেশে এ বছরই দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফাহাদ বলেন, ‘সমিত সোমের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আশা করি, তাঁকে এ বছর যেকোনো একটা ম্যাচে আমরা খেলাতে পারব।’ সমিত ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আছেন কুইন সুলিভান। তবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এই ফুটবলারের সঙ্গে এখনো যোগাযোগ হয়নি বাফুফের। ফাহাদ বলেন, ‘কুইন সুলিভানের সঙ্গে এখনো আমাদের কারও যোগাযোগ হয়নি। এটা তো আমিই দেখছি, ওর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। ফেসবুকে তো অনেক কিছুই দেখা যাচ্ছে, সব তো আর বিশ্বাস করা যায় না। ভালোভাবে খোঁজখবর নেওয়ার পর হয়তো যোগাযোগ করব। অক্টোবরে দু-একজন ফুটবলার আসতে পারে। কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা বেশ কাছাকাছি পর্যায়ে আছি। নামগুলো এখন বলতে চাচ্ছি না। বিভিন্ন মাধ্যমে নাম চলে এলে তারা নার্ভাস হয়ে যেতে পারে।’

সম্প্রতি ভারতের বিপক্ষে ম্যাচের জন্য হামজার পাশাপাশি জাতীয় দলে ডাকা হয়েছিল ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলামকেও। ভারত সফরের আগে তাঁকে দল থেকে বাদ দেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে ফাহাদের বিশ্বাস, কাবরেরা আবারও ডাকবেন ফাহামিদুলকে। জাতীয় দলের খেলাতে যোগাযোগ করা হয়েছিল জাপানপ্রবাসী রিকুতো হাসিমোতোর সঙ্গেও। ফাহাদ বলেন, ‘সে জাপানের প্রথম স্তরের লিগের ক্লাবে (ভিসেল কোবে) আছে। জাপানের লিগ তো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে সে জাপানের হয়েই খেলার আশা করছে। কিন্তু আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছি। যদি সে মনে করে জাপানে খেলার সুযোগ নেই, তাহলে হয়তো বিবেচনা করবে। তবে এই মুহূর্তে সে এটা ভাবছে না।’

ছেলেদের মতো নারী ফুটবলেও প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তের চেষ্টায় আছে বাফুফে। বিষয়টি নিয়ে ফাহাদ বলেন, ‘মেয়েদের মধ্যে চারজনের সঙ্গে কথা হয়েছে আমার। সাফ এবং এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলতে শায়লা মেদিনা আহমেদের আসার কথা রয়েছে। তার বাবার সঙ্গে এমনই কথা হয়েছে। আনিকা রানিয়াকে আমরা চেয়েছিলাম এএফসির জন্য, কিন্তু কিছু জটিলতা আছে। তবে পরবর্তী সাফে আমরা তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বাকি যে দুজন আছে, তারা জুনে আসবে ট্রায়াল দিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশের ১৮ বছরের সেই অপেক্ষা তবে ফুরোচ্ছে

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত